Monday, 31 October 2016

Adult Acne: Causes and Solutions


Adult Acne: Causes and Solutions

Acne is a skin condition of the hair follicles of the face, chest and back that affect most of the teenagers during their puberty. While some teenagers are lucky enough to outgrow acne, it’s not unusual for some to develop acne in their mid to late 20s, 30s or even up to 50s.
Acne occurs on the skin as
  • Occluded pores ("comedones"), also known as blackheads or whiteheads,
  • Tender red bumps also known as pimples or zits,
  • Pustules (bumps containing pus), and occasionally as
  • Cysts (deep pimples, boils).

What causes acne?

There is no one specific causes of acne. Mostly acne occurs sebaceous (oil) glands attached to the hair follicles are stimulated. This can happen at the time of puberty or due to other hormonal changes. Sebum (oil) is a natural substance that lubricates and protects the skin. Increased oil production is a change in the manner in which matures skin cell, predisposes them to plug the follicular pore. The plug can appear as a whitehead if it is covered by a thin layer of skin, or if exposed to the air, the darker exposed portion of the plug is called a "blackhead." The plugged hair follicle gradually enlarges, producing a bump. As the follicle enlarges, the wall may rupture, allowing irritating substances and normal skin bacteria access into the deeper layers of the skin, ultimately producing inflammation. Inflammation near the skin's surface produces a pustule; deeper inflammation results in a papule (pimple); if the inflammation is deeper still, it forms a cyst.

Sunday, 30 October 2016

লেজার কতটা নিরাপদ



লেজার কতটা নিরাপদ



বর্তমান সময়ে অনেকেই বিভিন্ন ডার্মাটোলজিক্যাল সমস্যার সমাধানে প্রথাগত সার্জারির পরিবর্তে লেজার ব্যবহারে আগ্রহ প্রকাশ করছেন । কিন্তু তারা পার্শ্বপ্রতিক্রিয়ার চিন্তায় ভীত হয়ে পড়েন এবং অনেকেই ভাবেন যে লেজার ব্যবহারের ফলে স্কিন ক্যান্সার হতে পারে । এখন মানুষ সান ড্যামেজ, মুখের বলিরেখা, অযাচিত চুল, ট্যাটু, দাগ, ব্রণ অপসারণে লেজার ব্যবহার করে থাকেন ।
সান ড্যামেজের চিকিৎসায় লেজার খুব কার্যকরী । লেজার বিশেষভাবে চামড়ার নির্দিষ্ট বিন্দুতে লক্ষ্য করে । চামড়ার ব্রাউন স্পট দূর করতে সাধারণত পিগমেন্ট স্পেসিফিক লেজার (কিউএস রুবি, কিউএস এনডি-ওয়াইএজি এবং কিউএস আলেক্সানড্রাইট) ব্যবহার করা হয় । এসব লেজার লাইটের শক্তি চামড়ার সমতলে কাজ করে । এরা কখনই কোন রকমের ডিএনএ ড্যামেজ ঘটায় না এবং ডিএনএ মিউটেশনের কারণ হয়ে দাঁড়ায় না । তাই লেজার চিকিৎসায় স্কিন ক্যান্সারের কোন সম্ভাবনাই থাকে না ।
মুখের বলিরেখা দূরীকরণেও লেজার খুব কার্যকর । এর চিকিৎসায় ব্যবহৃত লেজারগুলো অ্যাবিলিটিভ
(এটি চামড়ার উপরের লেয়ারকে বাষ্পীভূত করে-যেমন, কার্বন ডাই অক্সাইড অথবা এরিবিয়াম লেজার) অথবা ননঅ্যাবিলিটিভ লেজার ( যা একটি রিসারফেসিং লেজার যা চামড়া না ছাড়িয়েই বলিরেখা দূর করে) । মুখের বলিরেখা দূর করতে বহু দশক ধরে লেজার ব্যবহার হয়ে আসছে এবং এখন পর্যন্ত লেজার ব্যবহারের সাথে স্কিন ক্যান্সারের কোন যোগাযোগ পাওয়া যায় নি ।
অযাচিত চুল অপসারণে তীব্র আলোর বিম ব্যবহার করে হয় এবং এই প্রক্রিয়াটিকে বলা হয় ফটোথার্মলাইসিস । লেজারের তাপ পিগমেন্ট অথবা চুলের মূলের মেলানিন দ্বারা শোষিত হয় যার ফলে ফলিসাইল ড্যামেজ হয় এবং পরবর্তীতে চুলের বিকাশ বন্ধ হয় । মেলানিন যত বেশি অর্থাৎ চুল যত কালো হয় তত বেশি আলো শোষিত হয় এবং তত বেশি চুল অপসারণ কার্যকর হয় । সাধারণত, সাদা চুল বা ধূসর চুলের ক্ষেত্রে লেজার হেয়ার রিমুভাল খুব বেশি কার্যকর হয় না কারণ আলো শোষণ করবার মত অল্প মেলালিন সেখানে উপস্থিত থাকে । অসংখ্য মানুষ লেজার হেয়ার রিমুভাল ট্রিটমেন্ট গ্রহণ করেছেন । যদিও কারও কারও ক্ষেত্রে অস্থায়ী ফোসকা, ইনফেকশন অথবা চামড়ার রঙ পরিবর্তন হওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় । যা কিনা উপযুক্ত চিকিৎসার মাধ্যমে অল্প দিনের মধ্যেই সেরে উঠে । কিন্তু কখনই এর ফলে কোন ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না ।

Laser is safe



Laser is safe




There are a lot of people who are opting for laser treatment instead of traditional surgery. But they are afraid of the side effects and many think that it would cause skin cancer in long term.
In recent days people are more interested in using lasers to treat sun damage, wrinkles, remove unwanted hairs, tattoos, scars, acne etc. Laser can work wonderfully to reverse sun damage and improve the appeared of mottled, rough, leathery looking skin. Lasers specifically targets particular spots of the skin. Pigment specific laser (QS ruby, QS Nd-YAG and QS alexandrite) remove brown spots.  A vascular specific laser such as Pulse Dye Laser (PDL) is used to treat broken blood vessels.  The light energy from these lasers actually remains superficially; it remains at the level of the skin. These lasers don’t cause DNA damage and they don’t cause DNA mutations. So that no chance of skin cancer due to laser treatment.

Lasers are very effective in treating wrinkles. These lasers can be ablative (it vaporizes the upper layer of the skin), such as CO2 or Erbium laser. Or it can be noablative, which is a resurfacing laser which eliminates wrinkles without any peeling of skin). Laser wrinkle has been performed for decades. There is no known link between laser hair removal and cancer of any type.

Sunday, 23 October 2016

ডারমাটোলজিতে লেজারের ব্যবহার


ডারমাটোলজিতে লেজারের ব্যবহার



লেজারের বৈশিষ্ট্যগত দিক থকে খুবই ক্ষুদ্রাকৃতির আলোর বিম তৈরি করে এবং সে আকৃতি ও দিক বজায় রাখতে পারে । তাই এ তীক্ষ্ণ আলোর ফোকাসের কারণে লেজারের রয়েছে বহুমাত্রিক ব্যবহার বর্তমান সময়ে লেজারের ব্যবহার দেখা যায় কম্পিউটার ডিভাইস, জ্যোতির্বিদ্যা এবং যোগাযোগ ক্ষেত্র, চিকিৎসাশাস্ত্র, সার্জারি, রবোটিক্স, কাটিং ইন্ডাস্ট্রিসহ প্রায় সকল বৈজ্ঞানিক ক্ষেত্রে লেজার টেকনোলজির ব্যবহার এবং লেজার ডিভাইসের  অবস্থান লক্ষ্য করা যায় । চিকিৎসাশাস্ত্রে সার্জিকাল অপারেশনে লেজার ব্যবহার হয়ে আসছে ।
স্কিন লেজার সার্জারিতে ব্যবহারযোগ্য বেশ কিছু ধরণের লেজার রয়েছে । কার্বন ডাই অক্সাইড এবং আর্গনের কন্টিনিউয়াস ওয়েভ লেজারের মত পূর্বতন লেজার টেকনোলজিগুলো বহুলাংশে প্রতিস্থাপিত হয়ে গেছে কোয়াসি-কন্টিনিউয়াস লেজার এবং পালসড লেজার সিস্টেমের মাধ্যমে ।
লেজার লাইটের তরঙ্গদৈর্ঘ্যের পিক, পালস সময়কাল এবং লক্ষ্য টিস্যু কিভাবে লেজার শোষণ করবে তার মাধ্যমেই বিভিন্ন ধরণের লেজারের চিকিৎসাগত প্রয়োগ নির্ধারিত হয় ।

Thursday, 20 October 2016

Use of laser in dermatology

Use of laser in dermatology

The laser produces a light beam which is very small sized and because of its physical character it maintains the size and direction. So this phenomenon of sharply focused beam of coherent light makes it suitable for a wide range of applications. Among various application fields, in almost any of the scientific arena you may observe laser technology applications and devices. In recent days laser are being used in computer devices such as laser mouse, laser presentation, CD ROMs and DVD ROMs, astronomy and communication applications, medicine, surgery and health, cutting matters in metallurgy industry and related industries, robotics: especially in image processing and calculating distances, toys etc. In medical science, they have been used in surgical operations.

Wednesday, 12 October 2016


উদ্ভাবন নিয়ে একটি গল্প: লেজার


লেজার একটি আক্ষরিক নাম। ইংরেজি অক্ষর LASER এর L হল Light, A হল Amplification, S হল Stimulated, E হল Emission, R হল Radiation; LASER এর পূর্ণ শব্দটি হল Light Amplification by Stimulated Emission Radiation. অর্থাৎ উত্তেজিত বিকিরণের সাহায্যে আলোক বিবর্ধন। সাধারন আলোতে বিভিন্ন মাপের তরঙ্গ থাকে। একই বর্ণের আলোতে একই মাপের তরঙ্গ থাকলেও তারা বিভিন্ন তলে চলে। কিন্ত লেজারে সব তরঙ্গই হয় একই মাপের এবং তারা চলে একই তলে অর্থাৎ লেজার রশ্মি সংসক্ত। এ রশ্মি অত্যন্ত ঘন সংবদ্ধ একমুখী বলে তা অনেক পথ অতিক্রম করতে পারে এবং এরা মাত্র কয়েক মাইক্রন (১ মাইক্রন = ১০-৩ মি. মি.) চওড়া। এজন্য এতে প্রচণ্ড তাপশক্তি সঞ্চার করা সম্ভব হয় এবং তাপমাত্রা সূর্যের ওপরকার তাপমাত্রাও বেশি হয়। ফলে লেজার রশ্মি দিয়ে মানুষের একটা চুলকেও ছিদ্র করা সম্ভব। লেজার কোন একক ব্যক্তির প্রচেষ্টার ফলাফল নয়, বরং বহু অগ্রগামী অপটিক্স এবং ফটোনিক্স বিজ্ঞানী ও প্রকৌশলীর প্রচেষ্টার সমন্বয় ।

A story of Invention: the Laser

A story of Invention: the Laser 


A laser is a device that emits light through a process of optical amplification based on the stimulated emission of electromagnetic radiation. The term "laser" originated as an acronym for "light amplification by stimulated emission of radiation". The laser was the result of not one individual's efforts, but the combination of many leading optics and photonics scientists and engineer over the course of history.