Monday, 30 January 2017

সোরিয়াসিস

সোরিয়াসিস হচ্ছে ইমিউন সিস্টেমের বিনিয়ন্ত্রনের একটি দীর্ঘস্থায়ী রোগ । এটি ত্বকের একটি রোগ যাকে শুষ্ক, লালচে এবং আঁশযুক্ত ফুসকুড়ি দিয়ে চিহ্নিত করা হয় যার ফলে কোষ উৎপাদন বৃদ্ধি পেয়ে যায় । সাধারণত ত্বকের কোষ পুনরুৎপাদন প্রতি ২১-২৮ দিনে হয়ে থাকে । সোরিয়াসিসের কারণে ত্বকের কোষের উৎপাদন দ্রুততর হয়ে তা দুই থেকে ছয় দিনের মধ্যেই হয়ে যায় । আর এই দ্রুততর কোষ পুনরুৎপাদনের কারণে অবিরাম ত্বকের শেডিং হতে থাকে পুরাতন কোষের উপর নতুন কোষ প্রতিস্থাপিত হতে থাকে । বিভিন্ন ধরণের সোরিয়াসিস রয়েছে যা বিভিন্ন ট্রিগারিং এজেন্টের কারণে শরীরের বিভিন্ন অংশে দেখা দেয় এবং রোগের প্রবলতার উপর নির্ভর এর জন্য চিকিৎসা নির্ধারণ করতে হয় । যদিও সোরিয়াসিস ছোঁয়াচে নয় তবুও অনেকেই সামাজিক উদ্বেগ অনুভব করেন কারণ সোরিয়াসিসের প্রভাব সাধারণত দৃশ্যমান হয়ে থাকে ।
সোরিয়াসিস ছোঁয়াচে না হলেও দীর্ঘস্থায়ী হবার কারণে বাস্তববুদ্ধিসম্পন্ন চিকিৎসা হস্তক্ষেপ প্রয়োজন হয় । যদিও সোরিয়াসিসের এখনো কোন আরোগ্য নেই তারপর বহু কার্যকর চিকিৎসা পদ্ধতি লভ্য রয়েছে । গত দশকের তুলনায় বর্তমানে সোরিয়াসিসের চিকিৎসা অনেক উন্নতি লাভ করেছে । যাহোক, ব্যক্তি রোগীর উপর নির্ভর করে সোরিয়াসিস থেরাপির কার্যকারিতা দেখা যায় । রোগীর জন্য বিশেষ চিকিৎসা পদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে আমাদের ডার্মাটোলজিস্ট রোগের স্থান, প্রবলতা এবং তার মেডিক্যাল হিস্টরি যাচাই করে থাকেন ।
আল্ট্রাভায়োলেট লাইট থেরাপি
সূর্যের আলোতে উপস্থিত আল্ট্রাভায়োলেট লাইটে (অতিবেগুনী রশ্মি ) উচ্চক্ষমতা সম্পন্ন অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে যা ত্বক থেকে সোরিয়াসিস পরিষ্কার করে ফেলতে পারে । আল্ট্রাভায়োলেট বি (ইউভিবি) ত্বক ভেদ করে এবং আক্রান্ত কোষের বৃদ্ধি দৃশ্যমান করে । ফটোথেরাপির মত চিকিৎসা সপ্তাহে তিন বার করা হয়ে থাকে এবং বেশীরভাগ সোরিয়াসিসই ১০ সপ্তাহের পরেই পরিষ্কার হয়ে যায় ।
এক্ষেত্রে বিভিন্ন ধরণের ফটোথেরাপি লভ্য রয়েছে । রোগীর সোরিয়াসিসের স্থান এবং প্রবলতার উপর নির্ভর করে তার ধরণ নির্ধারণ করা হয় এবং রোগীর মেডিক্যাল হিস্টোরিকেও বিবেচনায় নেয়া হয় ।

বিভন্ন ধরণের লাইট থেরাপি
·         ন্যারোব্যান্ড ইউভিবিঃ এই থেরাপিটি খুব কার্যকর, নিরাপদ এবং ড্রাগ ফ্রি । এক্ষেত্রে রোগীকে ইউভিবি লাইট টিউব সম্পন্ন একটি বিশেষ ক্যাবিনেটে দাঁড়াতে হয় । শরীরের আক্রান্ত অংশকে ইউভিবি আলোতে অল্প সময়ের (কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত ) জন্য উন্মুক্ত অবস্থায় রাখা হয় । সাধারণত সাত থেকে দশ বারের চিকিৎসার পর দৃশ্যমান হওয়া শুরু করে । একটি সাধারণ কোর্সে চত্রিশটি পর্যন্ত প্রেসক্রিপশন থেকে থাকে । আর ন্যারোব্যান্ড ইউভিবি স্কিন ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধি করে না ।
·         পিইউভিএ (সোরিয়াসিস আল্ট্রাভায়োলেট এ) ঃ এই চিকিৎসায় রোগীকে একটি ফটোসেন্সিটাইজার ট্যাবলেট গ্রহণ করতে হয় । পঞ্চান্ন মিনিট পর, রোগীকে একটি বিশেষভাবে নকশাকৃত ক্যাবিনেটে দাঁড়াতে হয়, আর এখানে ইউভিএ লাইট থাকে এবং সোরিয়াসিসে আক্রান্ত শরীরের অংশ ইউভিএ আলোতে অল্প সময়ের জন্য উন্মুক্ত অবস্থায় রাখা হয় ।
·         হ্যান্ড/ফুট পিইউভিএ এবং ইউভিবিঃ পিইউভিএ এবং ন্যারোব্যান্ড ইউভিবি চিকিৎসা বিশেষ লক্ষবস্তুতে চালনা করা যায় সোরিয়াসিসে আক্রান্ত রোগীর হাত বা পায়ে এবং তা কখনই আক্রান্ত স্থানের বাইরে চালিত হয় না ।
·         এক্সাইমার লেজারঃ পিএইচএআরওএস ইএক্স-৩০৮ লেজার ট্রিটমেন্ট সোরিয়াটিক প্লাকে চালিত করে ঘনীভূত, উচ্চক্ষমতা সম্পন্ন আল্ট্রাভায়োলেট লাইট । যেহেতু এই ট্রিটমেন্ট শুধুমাত্র আক্রান্ত স্থানকেই লক্ষ্য করে তাই প্রথাগত ইউভিবি এর তুলনায় এটি আরও বেশী কার্যকর হয়ে থাকে । এর ফলে সোরিয়াসিস আরও দ্রুত সময়ে পরিষ্কার হয়ে যায় ।


বায়োলজিক থেরাপি
যারা অন্যান্য থেরাপিতে আশানুরূপ ফল পান নি বা অস্বস্তিদায়ক পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হয়ে থাকলে তাদের জন্য বায়োলজিক থেরাপি কার্যকরী ভূমিকা রাখতে পারে । বায়লজিক এজেন্ট ইঞ্জেকশনের মাধ্যমে কাজ করে থাকে । প্রথাগত চিকিৎসা যা সাধারণত সম্পূর্ণ ইমিউন সিস্টেমকে লক্ষ্য করে কাজ করে তার তুলনায় বায়োলজিক থেরাপি ইমুইন সিস্টেমের বিশেষ অংশকে লক্ষ্য করে কাজ করে । বায়োলজিক থেরাপি ত্বকের বা শরীরের অন্যান্য অংশের ইনফ্লেমেশন কমানর মাধ্যমে চিকিৎসা করে থাকে । এইসব ঔষধ মাঝারি থেকে প্রবল সোরিয়াসিস লক্ষ্য করে কাজ করতে পারে । রোগীর মেডিক্যাল হিস্টোরির উপর নির্ভর করে বিশেষ এজেন্ট নির্ধারণ করা হয় এবং এক্ষেত্রে সোরিয়াটিক আথ্রিতিস এর উপস্থিতি বা অনুপস্থিতিকেও আমলে নেয়া হয় ।


Psoriasis

Psoriasis is a chronic disease of immune dysregulation. That causes a disorder in skin which forms dry, reddish and scaly rash that is characterized by increased speed of cell production. Normally, skin cells reproduce every 21-28 days.  With psoriasis, skin cells reproduce at a much faster rate of two to six days.  The accelerated cell production then causes constant shedding of the skin as the older skin cells are replaced with new skin cells.  There are various types of psoriasis that can develop from various triggering agents in all parts of the body and require specific treatment based on the severity of the psoriasis.  While psoriasis is a non-contagious skin disorder, many people experience social anxiety as the effects of psoriasis are generally noticeable.
Psoriasis is a non-contagious, chronic skin condition and requires sophisticated medical intervention and treatment. Although there is currently no cure for psoriasis, many effective treatments are available. Treatments for Psoriasis are much better than what we had 10 years ago. However, there can be substantial variation between individuals in the effectiveness of specific psoriasis therapies. In selecting an appropriate treatment method, our dermatologists consider the location and severity of involvement along with the patient’s medical history.

পিটাইরিয়াসিস রোজি

পিটাইরিয়াসিস রোজি বা ফুসকুড়ি তুলনামূলকভাবে সাধারণ একটি ত্বকের সমস্যা যা সচরাচর শরৎ এবং বসন্তকালে দেখা যায় । কিন্তু বছরের যেকোনো সময় এর দেখা পাওয়া যেতে পারে । এটি প্রায়শই কনিষ্ঠদের যেমন শিশু এবং বয়ঃসন্ধির সময় দেখা যায় । যদিও যেকোনো বয়সের মানুষের মধ্যে এই সমস্যা দেখা দেয়া বিরল নয় । এই ফুসকুড়িকে আঁশযুক্ত, ডিম্বাকৃতির এবং বৃত্তাকার প্যাচ দিয়ে চিহ্নিত করা যায় এবং প্রায়ই গোলাপি রঙের হয়ে থাকে । সোরাইসিস বা অন্যান্য ফুসকুড়ি যেখানে আইশের আকৃতি বড় হয় তার তুলনায় এর আইশের পরিমাণ কম এবং সূক্ষ্ম হয় । 
যদিও এটি ছোঁয়াচে নয় এবং বিশেষ কিছু কারণে পিটারিয়াসিস রোজিকে হেরাল্ড প্যাচ বলা হয় । যার মানে হচ্ছে রোগী প্রায়ই গোলাপি প্যাচের উপস্থিতি দেখতে পান । এটিই হচ্ছে হেরাল্ড প্যাচ এবং এক বা দুই সপ্তাহে মধ্যে রোগী আরও অনেক ছোট ছোট প্যাচ বিকশিত হতে দেখতে পান । যদি আপনি আপনার ত্বকে চিমটি কাটেন তবে একদিকেই ভাজ তৈরি হয় এবং সাধারণত ডিম্বাকৃতির উলম্ব দিকে এই ভাজ দেখা দেয় ।  
পিটিরিয়াসিসের উপস্থিতি

Wednesday, 18 January 2017

Pityriasis rosea


Pityriasis rosea overview

Pityriasis rosea (PR) is a comparatively widespread rash that in generally occurs at some stage in the fall and spring, but can develop any time during the year. It most frequently appears in youngest like children and teenagers. However, despite of the age those in other age groups can develop pityriasis rosea as well. The rash is characterized by scaly, oval and circular shaped patches and often pink in color. The scale is fine and subtle as opposed to other rashes like psoriasis where the scale is bigger and more noticeable.

Although it’s not contagious Uniqueto pityriasis rosea is something called the “herald patch”; this means that patients often notice the appearance of one larger pink patch, the “herald patch”, and then several days or even 1-2 weeks later they develop many smaller similar appearing patches. If you pinch your skin the creases will go in one certain direction, which is usually the same as the orientation of the longer side of the oval.

Saturday, 14 January 2017

চুল পড়া



অনেকেরই এমন ধারণা থাকে যে চুল পড়া শুধু মাত্র একটি পুরুষালি সমস্যা । যদিও শতকরা ৪০ ভাগের চেয়ে বেশী নারীরা চুল পড়ার কোন না কোন সমস্যায় আক্রান্ত হন । যা কিনা দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে এবং আত্ম-বিশ্বাসকে প্রভাবিত করতে পারে । যেসব নারী চুল পড়ার কোন না কোন সমস্যায় ভুগছেন তাদের জানা থাকা দরকার যে একজন ডার্মাটোলজিস্টের সহজগিতায় চুলের এই সমস্যার সমাধান এবং চিকিৎসা করা সম্ভব ।
প্রতিদিন আমাদের প্রত্যেকেরই গড়ে ৫০-১০০টি চুলে পড়ে যায় । সাধারণত শরীর এই হারানো চুল প্রতিস্থাপন করে ফেলে নতুন চুল দ্বারা । কিন্তু যখনি শরীর এই উৎপাদন কমিয়ে বা বন্ধ করে দেয় তখনি মাথায় চুলের সংখা কমে যেতে শুরু করে । কিছু সময় শরীর আপনা আপনি আবার চুলের বৃদ্ধি পুনরায় শুরু করে এবং কিছু সময় তা আর কখনই করে না ।

Female Baldness



When most people refer to hair loss they relate it as a condition that only affects men. However, almost 40% of women experience some type of hair loss, which can cause anxiety and affect self-esteem. If you are a woman suffering from hair loss, the fact you should know that most causes can be stopped or treated with the help of a dermatologist.
The fact is that everyone’s hair loss varies from 50 to 100 strands a day. Usually the body replaces the hair loss with new growth, but when your body stops or lessens hair production, you are left with less hair. Sometimes your body will resume hair growth on its own, but sometimes the hair will not grow again.

Causes of Hair Loss
There are many identified causes of hair loss. In heritable hair loss it may happen gradually over a period of time and many times it happens suddenly, perhaps due to illness, diet, medication or childbirth. Even the hair style you chose has an impact and can affect hair loss.

Monday, 2 January 2017

স্ট্রেচ মার্কস



স্ট্রেচ মার্কস বা স্ট্রায়া হয়ে থাকে মূলত ত্বকের দ্রুত প্রসারণের ফলশ্রুতিতে । এরা এমন ধরণের ক্ষতচিহ্ন যারা আসলে গর্ভধারণ, স্থুলতা, বয়ঃসন্ধি এবং শরীরচর্চা ও অন্যান্য শারীরিক কার্যক্রম থেকে উল্লেখযোগ্য ওজন বৃদ্ধির সাথে সম্পর্কিত । যখন ডার্মিস- ত্বকের মধ্যবর্তী স্তর যা আকার ও স্থিতিস্থাপকতা বজায় রাখে- তা যখন প্রসারণ আর সহ্য করতে পারে না তখন এসব ক্ষতচিহ্ন তৈরি হয়  । প্রায়শই এরা লাল, বেগুনী অথবা গোলাপি হয়ে থাকে । স্ট্রেচ মার্কস যদিও একটি কসমেটিক কনসার্ন কিন্তু কখনই স্বাস্থ্য ঝুঁকি নয় । আর নারী এবং পুরুষ উভয়ের স্ট্রেচ মার্ক সমস্যার জন্যই কার্যকর চিকিৎসা ব্যবস্থা উপলব্ধ আছে ।