ঋতু পরিবর্তনের সাথে সাথে
কি আপনার ত্বকে পরিবর্তন আসে? প্রায়শই আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আমাদের ত্বকে
বিরক্তির উদ্রেক হয় কারণ ত্বক আবহাওয়া পরিবর্তনের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করে ।
এক্ষেত্রে আমরা অতিরিক্ত তেল উৎপাদন করি, বিভিন্ন পণ্য ব্যবহারের সময় ভিন্নভাবে
প্রতিক্রিয়া দেখাই এবং অনেক সময়ই ত্বকের অবস্থার অবনতি ঘটাই । তাই যদি কেউ বছরের এ
সময় ত্বকে লালচে এবং চুলকানি সমৃদ্ধ প্যাচ লক্ষ্য করেন তবে তিনি সেবোরিয়ায়
আক্রান্ত হয়ে থাকতে পারেন । যদিও বসন্তেও এ রোগে সমস্যা দেখা দিতে পারে ।
সেবোরিয়া
কি?
সেবোরিয়ার কারণ হচ্ছে ইস্ট যা বিরক্তির উদ্রেক ঘটায় । সংজ্ঞামতে, সেবোরিয়া হচ্ছে সেবাসিয়াস গ্রন্থির তেল নিঃসরণ, যার নালি হেয়ার ফলিসিলে খুলে যায় । সমস্যা হচ্ছে ইস্ট এই নিঃসরিত তেলে প্রতিষ্ঠিত হয় । তাই যখন ইস্ট বর্তমান থাকে তখন তেল গ্রন্থি অতিরিক্ত উৎপাদনশীল হয়ে পরে, যার ফলে ত্বক লাল, আঁশযুক্ত এবং বিরক্তিকর হয়ে যায় ।
সেবোরিয়ার কারণ হচ্ছে ইস্ট যা বিরক্তির উদ্রেক ঘটায় । সংজ্ঞামতে, সেবোরিয়া হচ্ছে সেবাসিয়াস গ্রন্থির তেল নিঃসরণ, যার নালি হেয়ার ফলিসিলে খুলে যায় । সমস্যা হচ্ছে ইস্ট এই নিঃসরিত তেলে প্রতিষ্ঠিত হয় । তাই যখন ইস্ট বর্তমান থাকে তখন তেল গ্রন্থি অতিরিক্ত উৎপাদনশীল হয়ে পরে, যার ফলে ত্বক লাল, আঁশযুক্ত এবং বিরক্তিকর হয়ে যায় ।
সেবোরিয়ার
লক্ষণ কি
সেবোরিয়া
হেয়ার ফলিসিলের আশপাশে হয়ে থাকে । আর বেশিরভগ চুল মাথায় থাকার কারণে সবচেয়ে সাধারণ
সেবোরিয়া হচ্ছে সেবোরিক ডারমাটিস বা খুসকি ।
তাছাড়া,
সেবোরিয়ায় আক্রান্তরা ঘাড়ের গোঁড়ায়, কানের পিছনে এবং ভিতরে, ভ্রুতে এবং
নাসারন্ধ্রের চারদিকে লালচে, চুলকানিযুক্ত স্কেলিনেস দেখতে পান । যেহেতু এটি চুল
সংক্রান্ত বিরক্তিকর অভিজ্ঞতা তাই অনেক পুরুষ বুকেও সেবোরিয়ায় আক্রান্ত হন ।
সেবোরিয়ার
কারণ
আমরা
জানি যে ইস্ট এমন বিরক্তির উদ্রেক ঘটায় এবং এটি তেল উৎপাদনের সাথে ছড়িয়ে পরে
কিন্তু এই ইস্টের উৎপত্তি সম্পর্কে আমরা খুব কমই জানি । তবে, একবার এর দেখা পাওয়া
গেলে এর পরিপূর্ণ অপসারণ কষ্টসাধ্য ।
সেবোরিয়ার
চিকিৎসা
ইস্টের
অপসারণই সেবোরিয়ার মূল চিকিৎসা বলে মনে হলেও তা সব ক্ষেত্রে কার্যকর নয় । ইস্টের
সম্পূর্ণরূপে অপসারণ কঠিন কেননা সারা শরীরেই এর উপস্থিতি রয়েছে । তাই শরীরের কোন
একটি অংশ থেকে এর অপসারণের পর খুব দ্রুতই তা আবার ফিরে আসে । বিশেষ শ্যাম্পুর মত
পণ্য ইস্ট কমাতে সাহায্য করে । দুর্ভাগ্যজনক হলেও এটি খুব কার্যকর নয় ।ইস্ট ফিরে
এলে ত্বক আবার স্কালি এবং চুলকানি যুক্ত হয়ে পরে ।
ইস্টের
চিকিৎসার পরিবর্তে প্রদাহের চিকিৎসার মাধ্যমে আরও কার্যকর ফল পাওয়া যায় । মৃদু
টপিকাল স্টেরয়েড প্রদাহ কমাতে সাহায্য করে যা লালচেভাব এবং চুলকানি হতে বাঁধা দেয়
।
যদি আপনার মাথার ত্বক লাল,
চুলকানিযুক্ত, স্কালি হয়ে পরে এবং অ্যান্টিড্যান্ড্রাফ শ্যাম্পু যদি কাজ না করে
তবে আপনার ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত । সেবোরিয়া আপনা আপনি সেরে যাবে না
এবং ঋতু পরিবর্তনের সাথে সাথে তা আবার ফিরে আসবে । কিন্তু আপনাকে এসব লক্ষণ বয়ে
বেড়াতে হবে না । সঠিক ঔষধ, প্ররোচক চিকিৎসার মাধ্যমে লালচে, চুলকানিযুক্ত ত্বক হতে
মুক্তিলাভ সম্ভব ।
No comments:
Post a Comment