Saturday 22 April 2017

কান ফুঁড়ানোর ফলে সৃষ্ট ইনফেকশন

সঠিক উপায়ে করা হলে কান ফুঁড়ান অধিকাংশ ক্ষেত্রেই নিরাপদ । কিন্তু তা যদি সঠিক

স্বাস্থ্যসম্মত উপায়ে না করা হয় তবে ইনফেকশনের সম্ভাবনা থেকে যায় । তাই

এক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ এবং পেশাদারী কারও সাহায্য নেয়া উচিত । যদিও, সব

রকমের নিরাপত্তামূলক ব্যাবস্থা নেয়া সত্তেও কেউ কেউ ইনফেকশনে আক্রান্ত হতে

পারেন । যদি আপনি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তবে ভয় পাবেন না । ইনফেকশনে

আক্রান্ত অংশটি সব সময় পরিষ্কার রাখুন এবং নির্দেশিত প্রতিকারমূলক ব্যবস্থা

গ্রহণ করুন । তারপর শীঘ্রই উন্নতি লক্ষ্য করবেন।

Wednesday 19 April 2017

Treating an infected ear piercing

Most of the times ear piercing is a pretty safe procedure, it can also cause infections when it’s not done properly. It’s the reason why you should always work with experts and professionals when dealing with procedures that are involved with the body parts. However, despite all the efforts and safety procedures that are followed to not to get infected, few people end up with getting infections. If you are one of them, don’t panic. Keep the infected site always clean and follow the remedies as prescribed. Soon you can see your infections getting improved.
Recognizing the infection is the very first step for treating any infection. Before telling you how to treat an infected ear piercing, let me tell you how to recognize the infection and the factors that triggers the infection.
Ear piercing breaks the skin and creates the wound. Technically speaking, ear piercing is nothing but an open wound. So having the discomforts like swelling, pain, little redness, itching and feeling of Run down” is completely normal for the first few hours.  However, the wound should become clean, painless and odourless within 48 hours of piercing. It’s the way our immune system works
SIGNS AND SYMPTOMS OF INFECTED EAR PIERCING

গবেষণায় দেখা গেছে যে স্থানীয় শিল্পীদের তৈরি কানের অলঙ্কারে খুব বেশি নিকেল উপস্থিত থাকে, যা কিনা অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটিসের জন্য পরিচিত । প্রায়শই এমন নারীদের দেখা পাওয়া যায় লালচে, চুলকানিযুক্ত, আঁশযুক্ত কানের লতির সমস্যায় ভুগছেন । তাদের অনেকেই মনে করে থাকেন যে তারা সোরিয়াসিস রোগে ভুগছেন । কিন্তু তারা সঠিক নন বরং তাদের ব্যবহৃত হস্ত নির্মিত কানের অলঙ্কারের ব্যবহারের ফলেই এসব সমস্যার উদ্ভব হয়ে থাকতে পারে ।
অনেক কানের অলঙ্কারে নিকেল থাকে, যা অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটিসের খুবই সাধারণ একটি কারণ । কোন কিছুর প্রতি অ্যালার্জি তৈরি হবার জন্য আগে সে বস্তুর সংস্পর্শে আশা প্রয়োজন, অনেক ক্ষেত্রে বারবার সংস্পর্শে আশা প্রয়োজন । আর তাই নিকেল অ্যালার্জি নারীদের মধ্যে বেশি দেখা যায় । তারপরও এর ব্যবহার আমাদের দেশসহ পৃথিবীর বহু দেখে অহরহ ব্যবহৃত হয় । কিন্তু ইউরোপের দেশগুলতে ব্যবহার্য জিনিসপত্রে নিকেলের ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে ।

Women's itchy ears

­­­Women’s Itchy Ears
Study shows local artists’ earrings are more likely to contain nickel, a common cause of allergic contact dermatitis. Many women visit recently with red, itchy, scaly earlobes. Most of them thought they had psoriasis. But they didn’t.  They had hand-crafted earrings.
Many earrings contain nickel, one of the most common causes of allergic contact dermatitis. Developing an allergy to something requires that you are exposed to it, often repeatedly, which is why nickel allergy is more common in women. Though still used extensively here and in many other countries. But there are restrictions on nickel in jewelry in Europe.

Friday 7 April 2017

শিশুদের ত্বকে মেলানোমা

শিশুদের খেলার মাঠে বা সমুদ্রে সৈকতে ছুটোছুটি করার মত সুন্দর দৃশ্য আর কমই আছে । কিন্তু ডার্মাটোলজিস্টের দৃষ্টিতে শিশুর প্রচন্ড সান বার্নের মত আর দুঃখের কোন দৃশ্য হতে পারে না । কারণ আমরা জানি একটি মাত্র সান বার্ন শিশুর জন্য কতটা ভয়ানক হতে পারে । কার্যত, শৈশবে একটি ফোসকা পড়া সান বার্নের কারণে পরবর্তী জীবনে মেলানোমা হওয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায় ।

Melanoma in kids

There are few sights sweeter than a toddler waddling way along the beach or playing field. But there are few sights sadder than a toddler with raging sunburn, particularly to the eyes of a dermatologist. That’s because we know how damaging even one sunburn can be to a child. In fact, just one blistering sunburn in childhood will more than double a person’s chances of developing melanoma later in life.

Saturday 1 April 2017

শুষ্ক হাত

আপনার হাত হচ্ছে শরীরের এমন একটা অংশ যা প্রথমেই সকলের মনোযোগ আকর্ষণ করে । এটি খুব বেশি সত্যি মনে হয় যখন আপনার হাতের তালু এবং আঙুলের গাঁট অতিরিক্ত শুষ্ক হয়ে যায় । অনেকেই লালচে ভাব থেকে ফাটল এবং রক্তপাতের অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকেন এবং তারা প্রায়ই একে কোন ডার্মাটোলজিকাল কন্ডিশন হিসেবে গণ্য করেন না । যদি আপনার এমনটা হয়ে থাকে বা নিরাশা এবং শুষ্কতা-ফাটলের কারণে ব্যাথা অনুভব করে থাকেন, তবে আপনি হয়তো এমন একটি পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছেন যা থেকে হয়তো আর ফিরে আশা যাবে না । এমন সময় আপনার প্রয়োজন প্রকৃত চিকিৎসা ব্যবস্থা । এমন সমস্যার জন্য কিছু সমাধানের দিকে লক্ষ্য করা যাকঃ