খুসকি হচ্ছে মাথার তালুর এমন একটি অবস্থা যখন তালু থেকে শুকনো ত্বকের ক্ষুদ্র
ক্ষুদ্র টুকরো খসে পড়ে । খুসকি ছোঁয়াচে নয় । কিন্তু এটি প্রায়শই বিব্রতকর এবং
চিকিৎসাও কষ্টসাধ্য । শীতকালে শুষ্কতার কারণে খুসকির সমস্যায় বেশী দেখা যায় ।
তাছাড়া চুলের রঙ কালো হলে খুসকি চুলে বা কাঁধের উপর দৃশ্যমান হয়ে থাকে । খুসকির
কারণে মাথার তালুতে চুলাকানিও অনুভূত হতে পারে ।
অনেকেই মনে করে থাকেন যে মন্দ স্বাস্থ্যবিধির কারনেই খুসকি হয়ে থাকে । কিন্তু
তা সত্য নয় । যদিও অনিয়মিত শ্যাম্পু ব্যবহারের ফলে খুসকি প্রকট হয় । গবেষকরা এর
প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন এবং তা জটিল বলেই মনে হচ্ছে ।
সৌভাগ্যজনকভাবে, মাথার তালুর ত্বকের এই সমস্যার নিয়ন্ত্রণ করা সম্ভব । কিছু খুসকি
সমস্যার সমধানের জন্য প্রাত্যহিক শ্যাম্পু ব্যবহারের চেয়ে বেশী প্রচেষ্টার প্রয়োজন
রয়েছে । আর বিশেষ ক্ষেত্রে মেডিকেটেড শ্যাম্পুর প্রয়োজন হতে পারে ।
খুসকি সমস্যার সমাধান এবং চিকিৎসার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে ড্যানড্রাফ
শ্যাম্পু এবং স্ক্যাল্প ট্রিটমেন্ট । খুসকি সমস্যার থেকে উন্নতির জন্য নিম্নলিখিত
উপায়গুলো অনুসরণ উচিতঃ
§ ড্যানড্রাফ শ্যাম্পুর বোতলের গায়ের নির্দেশাবলী অনুসরণ করুন । বাজারে বহু
ধরণের ড্যানড্রাফ শ্যাম্পু রয়েছে এবং প্রত্যেকটির সমস্যা সমাধানের বিশেষ উপাদান
রয়েছে । তাই সর্বোত্তম ফলাফলের জন্য সবসময় শ্যাম্পুর বোতলের গায়ের নির্দেশাবলী
অনুসরণ করুন । যেমন, কিছু শ্যাম্পুর জন্য চুলে ও তালুতে ফেনা তৈরি করা এবং ধুয়ে
ফেলার আগে অন্তত পাঁচ মিনিট রেখে দেয়া প্রয়োজন ।
§
যদি আপনি ককেশিয়ান বা এশিয়ান হয়ে থাকেন তবে প্রতিদিন
চুলে শ্যাম্পু এবং সপ্তাহে অন্তত দুই দিন ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন । যদি
একটি শ্যাম্পু ব্যবহারে উপশম না হয় তবে ভিন্ন ভিন্ন সক্রিয় উপাদান সমৃদ্ধ একাধিক
শ্যাম্পু ব্যবহার করুন ।
§
যদি আপনি আফ্রিকান আমেরিকান হয়ে থাকেন তবে
সপ্তাহে একদিন ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন । আপনার চুলের ধরণ অনুযায়ী
শ্যাম্পু নির্ধারণের জন্য একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হন ।
§
কোল টার সমৃদ্ধ ড্যানড্রাফ শ্যাম্পু
ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন । টার শ্যাম্পু সোনালি,ধূসর বা সাদা
চুলের রঙ বিবর্ণ করে দিতে পারে । তাই আপনার চুলের রঙ যদি হালকা হয় তবে আপনাকে হয়তো
ভিন্ন একটি শ্যাম্পু বেছে নিতে হবে । টার শ্যাম্পু আপনার মাথার তালুকেও সূর্যের
আলোর প্রতি সংবেদনশীল করে ফেলতে পারে । যদি আপনাকে এমন ধরণের শ্যাম্পু ব্যবহার
করতেই হয় তবে আপনার মাথার তালুকে সূর্যের আলো থেকে রক্ষা করতে হবে
বেশীরভাগ সময়েই খুসকি সমস্যার ক্ষেত্রে
অতিরিক্ত চিকিৎসার প্রয়োজন হয় না । তা সত্ত্বেও কখনো কখনো তালুর ত্বক খসে পড়া এবং
চুলকানি একটি মেডিক্যাল কন্ডিশন হিসেবে দেখা দিতে পারে । যেমন, সেবোরিক
ডার্মাটিটিস, সরিয়াসিস, তালুর ত্বকের ফাঙ্গাল ইনফেকশন অথবা একজিমা ।
নিয়মিত এবং সঠিকভাবে ড্যানড্রাফ শ্যাম্পু
ব্যবহারের পরও যদি খুসকি সমস্যা থাকে তবে একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের শরণাপন্ন
হওয়া উচিত । এক্ষেত্রে একজন ডারমাটোলজিস্টই অবস্থা পরীক্ষা করে প্রকৃত চিকিৎসা
পদ্ধতি নির্ধারণ করতে পারেন ।
No comments:
Post a Comment