Saturday, 27 May 2017


কোঁচদাদ বা দাদ’কে ডার্মাটোলজির ভাষায় বলা হয় হার্পিস-জস্টার । এটির মূল কারণ ভাইরাস । দাদের কারণ মূলত এই একটি । কারও যদি কখনো জল বসন্ত বা চিকেনপক্স(ভিজেডভি) হয়ে থাকে তবে ভারাইসেলা-জস্টার ভাইরাসের কারণে জীবনের পরবর্তী সময়ে দাদ হতে পারে । জল বসন্ত হবার পর এই ভাইরাসটি সুপ্ত অবস্থায় থাকে যায় ।  তাই এই ভাইরাসটিই হচ্ছে এই  রোগের জন্য দায়ী । যদিও জল বসন্তের পর আবার এই ভাইরাসের সক্রিয় হওয়ার কারণ এখনো অজানা ।

Tuesday, 23 May 2017

Shingles

In dermatology shingles is referred as herpes-zoster. It is a caused by viruses. The known fact of shingles is clear. If anyone who has had chicken pox (VZV) is more vulnerable towards having shingles because of the varicella-zoster virus. This virus remains latent after a bout of chicken pox. So this virus is the the main culprit. Though the reason behind of returning of the virus in form if shingles remains unknown to medical science.

Monday, 22 May 2017

একজিমা

একজিমা খুবই বিরক্তিকর এবং অনাকাঙ্ক্ষিত একটি ত্বকের অবস্থা । একজিমা হলে ত্বক উদ্দীপ্ত হয়ে যায় এবং প্রদাহ সৃষ্টি হয় । যার ফলে বিরক্তিভাব অথবা ফুসকুড়ি দেখা দেয় । বিরক্তিভাব এবং ফুসকুড়ি বিস্তৃত হতে পারে অথবা শরীরের বিশেষ কিছু অংশে সীমাবদ্ধ থাকতে পারে । সবচেয়ে বেশি সাধারণ একজিমা হচ্ছে এটোপিক ডার্মাটিটিস । যা কিনা দীর্ঘস্থায়ী হিসেবে গণ্য করা হয় । একজিমার প্রকৃত কারণ খুঁজে বের কথা কষ্টসাধ্য । বেশিরভাগক্ষেত্রে তা অ্যালার্জিক প্রতিক্রিয়ার ফলে রোগ প্রতিরোধ ব্যবস্থার সৃষ্ট প্রতিক্রিয়া । ব্যাকটেরিয়াও একজিমা সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে । ব্যাকটেরিয়া ত্বকের উপরে হালকা এক ধরণের প্রলেপ সৃষ্টি করে যার ফলে ঘাম গ্রন্থি অবরুদ্ধ হয় । একজিমার মত ত্বকের অবস্থা পরিবারের সদস্যদের মধ্যে দেখা গেলেও ছোঁয়াচে কোন রোগ নয় । এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে চুলকানিযুক্ত ত্বক এবং মুখ,হাত,পা সহ শরীরের বিভিন্ন অংশে ফুসকুড়ি ।
প্রতিরোধ
প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একজিমার প্রাদুর্ভাব এবং লক্ষণ নিয়ন্ত্রণ করা সম্ভব । এক্ষেত্রে গোসল করার সময়কাল ১৫ মিনিটের উর্ধে যাতে না যায় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে । তাছাড়া গোসলের সময় মৃদু ধরণের সাবান ব্যবহার করতে হবে যাতে আপানার ত্বকের প্রাকৃতিক তেল সুরক্ষিত থাকে । ত্বকের ময়েসচারের মাত্রা রক্ষা করতে হবে । তাই আপনার ত্বকের জন্য  উপযুক্ত ময়েসচারাইজার লোশন বা ক্রিম বেছে নিন । ময়েসচারাইজার বেছে নেয়ার ক্ষেত্রে খেয়াল করুন যাতে তাতে ভেষজ গুণসম্পন্ন উপাদান আছে কিনা ।  

Friday, 19 May 2017

Eczema

Eczema is a very irritating and unlikable skin condition. It is seen in people of all ages. When eczema occurs the skin becomes inflamed resulting irritation or rash. Irritation and rash might be widespread or limited to certain areas of the body. Atopic dermatitis is the mostly seen eczema, which is usually considered to be a chronic condition. The actual reason of eczema is not easy to trace. Mostly it results from an allergic reaction which causes the immune system to overreact. Bacteria can play a role to cause eczema. Bacteria can create a film on the skin which makes the blockage of sweat glands. This skin condition often runs in families. But this is not considered as a contagious disease. Symptoms include itchy skin and rashes that occur on the face, hands, feet and other parts of the body.

Thursday, 18 May 2017

মা দিবসে আমি ভাবছিলাম

গতকাল মা দিবসে আমি ভাবছিলাম আমি কি শুধু আমার ছেলের মা ? নাকি আমার মাতৃত্বের পরিসর আরো বড় ? যে মেয়েগুলো আমার ক্লিনিকগুলোতে কাজ করে আমি কি তাদের অভিভাবক নই???
আমার ক্লিনিকের ৯০% নারী... অধিকাংশ মেয়েরই প্রথম চাকুরি... পড়াশোনা শেষ করে স্বাবলম্বী হওয়ার ইচ্ছায় এখানে যুক্ত হয়েছে ...এরা কেউ কেউ চিকিৎসক , সেবিকা, পুষ্টিবিদ, আবার কেউ প্রশাসন বা ব্যবস্খাপনায়....কেউ আবার পরিচ্ছন্নতাকর্মী....এদের নিরাপত্তা সন্মান রক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে আমার দায়িত্ব বলে আমি মনে করি .... পর্যন্ত যতবার আমার মেয়েদের 'দেখি না কি করে' ভেবে কেউ 'টোকা মারার চেষ্টা'করেছে বা কখনো আপত্তিকর কিছু বলেছে, আমি প্রতিবাদ করেছি যত টাকার চিকিৎসাই করতে আসুক না কেন তাকে ডেকে 'ধাতানি' মেরেছি এবং treatment cancel করেছি অসভ্য লোকদের জন্য আমাদের Laser Medical কোন সেবা বা চিকিৎসা নেই

মেয়েরা আজ এগিয়ে চলেছে...এদের এগিয়ে যেতে দিন প্রতিটি মেয়ে আজ অলরাউন্ডার এরা সব পারে পড়াশোনা , অফিস, সংসার.... সবই এতে পরিবারের যেমন লাভ তেমনি সমাজ দেশের লাভ। কিন্তু দেশ জুড়ে যেভাবে মেয়েদের মানসিক শারিরিকভাবে অসন্মান সম্ভ্রমহানির প্রতিযোগিতা শুরু হয়েছে তাতে আমি ভীষণভাবে শংকিত !
আমরা আসলে কোন পরিনতির দিকে যাচ্ছি !!!
নারীর ধর্ষণ বা অসন্মান হলে বিবেকসম্পন্ন মানুষ কিভাবে নারীকে কেবল দোষারোপ করে বুঝি না....এভাবে যে দোষীরা পার পেয়ে যায় তারা কি কখনো বুঝবে না !!! একদিন তো আপনার ঘরের মেয়ের দিকে সে হাত বাড়াবে !!!
যে ধর্ষিতা নারী সমাজে তার ভয়াল পরিণতির ভয়কে উপেক্ষা করে অদম্য সাহসের সাথে এগিয়ে এলো, তাকে সাহস না দিয়ে তারপরও আপনি অন্যায়কে সমানে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন !!! সত্যি সেলুকাস !!!

Sunday, 14 May 2017

Benefits of vitamin c

Vitamin C is considered as a vital organic and natural ingredient. There are a lot of scientific benefits of vitamin C for your skin care. At first, let’s look at the chemistry of vitamin C. Vitamin C is referred to as ascorbic acid. It is a part of a family of molecules called as antioxidants. This molecule helps different others such as DNA and proteins to protect from damage created by UV exposure, pollution, cigarette smoke and many others. Topical vitamin C protects collagen of your skin from breaking down. Eventually this makes your skin look more healthy and youthful. On the other hand, researchers have found that vitamin C also work on cells in many ways.

Friday, 12 May 2017

ভিটামিন সি

ভিটামিন সি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান যা কিনা ত্বকের নানা ধরনের উপকারে এসে থাকে । ভিটামিন সি এর বহু বৈজ্ঞানিক উপকারিতা রয়েছে । প্রথমে ভিটামিন সি এর রসায়নটা জেনে নেয়া প্রয়োজন । ভিটামিন সি-কে অ্যাসকরবিক অ্যাসিড বলা হয়ে থাকে । এটি অ্যান্টিঅক্সিডেন্ট নামক মলিকিউলার পরিবারের অন্তর্ভুক্ত । অ্যান্টিঅক্সিডেন্ট ডিএনএ এবং প্রোটিনের মত মলিকিউলের বিভিন্ন উপরকারে আসে । সূর্যের আলো, দূষণ, ধূমপান সহ আরও অনেক কারনে ডিএনএ বা প্রোটিনে ঘটে যাওয়া ক্ষতি থেকে বাঁচতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট । ভিটামিন সি ত্বকের কোলাজেনের ভেঙে যাওয়া থেকে রক্ষা করে । তার ফলে আপনার ত্বক আরও বেশি স্বাস্থ্যবান এবং তারুণ্যদীপ্ত দেখায় । তাছাড়া গবেষণায় দেখা গেছে যে, ভিটামিন সি কোষের বিভিন্ন উপকার সাধন করে থাকে ।
পিগমেন্টেশন কমায়
অ্যাসকরবিক অ্যাসিড (ভিটামিন সি ) ত্বকে সৃষ্ট বাদামি ছোপ ছোপ দাগ হালকা করতে সাহায্য করে । মুলত মেলানিন ত্বকের পিগমেন্টেশনের জন্য দায়ী । এই মেলানিন হচ্ছে এক ধনের বাদামী মলিকিউল যা কিনা ত্বকের রঙ সৃষ্টি করে । অ্যাসকরবিক অ্যাসিড পিগমেন্টেশনের দৃষ্টিগোচরতা কমায় । মলিকিউলার স্তরে এটি দুইভাবে হয়ে থাকে । গবেষণায় দেখা গেছে যে, ভিটামিন সি শরীর এবং মুখের বাদামী দাগের দৃষ্টিগোচরতা কমায় । তাই, এটি বার্ধক্যজনিত দাগও কমাতে কাজ করে । 
সান ড্যামেজ থেকে আরোগ্য