Saturday 31 December 2016

Stretch Marks



Stretch marks or striae are caused by rapid stretching of the skin. These conditions are a form of skin scarring associated with pregnancy, obesity, puberty, and significant weight gain from bodybuilding and other physical activities. They form when the dermis – the middle layer of the skin that maintains shape and elasticity – is stretched more than it can tolerate. Often red, purple, or pink in color, stretch marks are a cosmetic concern but not a health risk. For women or men with stretch marks, effective treatment options are available.

Causes of Stretch Marks

Both men and women are vulnerable to stretch marks, particularly on the thighs, hips, arms, buttocks, abdominal area, and lower back. There are several causes of stretch marks, including:
Genetics: Women are more likely vulnerable to get belly stretch marks if their mother, for instance, had stretch marks after pregnancy. Significant weight gain and loss: Your skin stretches as your weight fluctuates, sometimes resulting in stretch marks.
Puberty: Growth spurts during puberty often result in stretch marks as the skin is unable to keep up with the body's rate of growth.
Bodybuilding: Rapid development of muscle mass may stretch the skin beyond its limits.
Corticosteroids: Heavy or long-term use of oral or topical corticosteroids, a widely used pharmaceutical steroid compound, can lead to stretch mark formation.
Ethnicity: People with darker skin are less likely to have stretch marks.

শুষ্ক ত্বক



শুষ্ক ত্বকের গুরুত্বপূর্ণ ব্যাপার মূলত তা দেখতে কেমন তা নয়, বরং তা কেমন অনুভব হচ্ছে সেটাই মুখ্য শুষ্ক ত্বকের কারণে মুখের ত্বক আদ্র করার আগ পর্যন্ত তা টানটান অনুভব হতে থাকে । খুব শুষ্ক ত্বক হলে মাঝে মাঝে ময়েসচারাইজার ব্যবহারের সময় সূচ বা পিনের আঘাতের মত লাগতে পারে । বিশেষ করে শীতকালে মুখ ধোয়ার পর ত্বক আরও বেশি টানটান ও ফ্লেকি হয়ে যায় । আর তার সাথে বেমানান ও নিস্তেজ রূপ ধারণ করে । ময়েসচারাইজার ব্যবহার বন্ধ করে দিলে কিছু কিছু সময় সূক্ষ্ম লাইন দেখা যায়, লালচেভাব এবং চুলকানি দেখা দিতে পারে । তবে শুষ্ক ত্বকের ধরণের কারণে ব্রণ, ব্ল্যাক/হোয়াইট হেড এবং ওপেন পোর আপনার জন্য খুব একটা সমস্যা কারণ হয় না ।
ত্বক এবং আবহাওয়া
§  আদ্র আবহাওয়ায় ত্বকের শুষ্কতা যদিও কমে যায় । তবুও ময়েসচারাইজার ব্যবহার ছাড়া আপনি এক বা দুই দিনের বেশি থাকতে পারবেন না ।
§  শুষ্ক আবহাওয়ায় আপনার ত্বক খুব বেশি শুষ্ক হয়ে যাবে । তার ফলে ত্বক অনেক বেশি টানটান এবং শুকিয়ে হয়ে যাবে যে ময়েসচারাইজার ছাড়া আপনি একদিনও থাকতে পারবেন না । এমনকি দিনে বেশ কয়েকবার আপনাকে ময়েসচারাইজার ব্যবহার করতে হতে পারে ।

Dry Skin



The way dry skin looks is not the major issue about the skin type, but how your skin feels is. People with dry skin type feel stretch or tightness on their face, until the skin is moisturized. Sometimes, on applying moisturizer to super-dry skin, you might feel a sensation like pins and needles. Your skin might feel even more stretched after washing and might get flaky giving a patchy and dull look especially in winters. If you skip moisturizer, fine lines might appear and in severe cases itching and redness might also occur. Pimples, black/white heads and open pores are not the major issues in your skin type.
Skin and Weather
  • In humid weather though the dryness of your skin might decrease, you still cannot stay without moisturizer for more than a day or two. 
  • In dry weather, your skin gets very dry and tight and you cannot stay without moisturizer for even a single day. You might even have to apply moisturizer several times a day. 

Thursday 29 December 2016

খুসকি



খুসকি হচ্ছে মাথার তালুর এমন একটি অবস্থা যখন তালু থেকে শুকনো ত্বকের ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো খসে পড়ে । খুসকি ছোঁয়াচে নয় । কিন্তু এটি প্রায়শই বিব্রতকর এবং চিকিৎসাও কষ্টসাধ্য । শীতকালে শুষ্কতার কারণে খুসকির সমস্যায় বেশী দেখা যায় । তাছাড়া চুলের রঙ কালো হলে খুসকি চুলে বা কাঁধের উপর দৃশ্যমান হয়ে থাকে । খুসকির কারণে মাথার তালুতে চুলাকানিও অনুভূত হতে পারে ।
অনেকেই মনে করে থাকেন যে মন্দ স্বাস্থ্যবিধির কারনেই খুসকি হয়ে থাকে । কিন্তু তা সত্য নয় । যদিও অনিয়মিত শ্যাম্পু ব্যবহারের ফলে খুসকি প্রকট হয় । গবেষকরা এর প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন এবং তা জটিল বলেই মনে হচ্ছে । সৌভাগ্যজনকভাবে, মাথার তালুর ত্বকের এই সমস্যার নিয়ন্ত্রণ করা সম্ভব । কিছু খুসকি সমস্যার সমধানের জন্য প্রাত্যহিক শ্যাম্পু ব্যবহারের চেয়ে বেশী প্রচেষ্টার প্রয়োজন রয়েছে । আর বিশেষ ক্ষেত্রে মেডিকেটেড শ্যাম্পুর প্রয়োজন হতে পারে ।

Dandruff



Dandruff is a common chronic scalp condition in which small pieces of dry skin flake off of the scalp. Dandruff is not contagious. But it is sometimes embarrassing and even difficult to treat.  When it is winter most of us might face this as a result of dry environment.  If you have dark hair or you’re wearing dark colors, you may notice the flakes in your hair or on your shoulders. It can also make your scalp itch.
Many believe that dandruff is condition caused by poor hygiene, but this is not true. Although infrequent shampooing can make dandruff more obvious, researchers are still studying the causes, which appear to be complex. Fortunately, this particular condition of the scalp can be controlled. Some conditions of dandruff might need something more than daily shampooing and more intense case of dandruff often respond to medicated shampoos.


প্রায় সব ধরণের ত্বকেই অনাকাঙ্ক্ষিত পিগমেন্টেশন, বাদামী দাগ, কালো প্যাচ অথবা ত্বক বিবর্ণ হয়ে যেতে পারে । এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে । ডার্মাটোলজিতে একে হাইপারপিগমেন্টেশন হিসেবে চিহ্নিত করা হয় । সৌভাগ্যক্রমে, ডার্মাটোকজিস্টেরা ত্বক-লঘূকরণ পদ্ধতি নিয়ে বহু গবেষণা করেছেন এবং আশাব্যাঞ্জক চিকিৎসার উন্নয়ন করেছেন । রোগীর ত্বকের টোন যাচাই করে, পিগমেন্টেশন সমস্যার প্রবলতা এবং ব্যাপ্তির উপর নির্ভর করে একজন ডার্মাটোলজিস্ট রোগীর জন্য চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করতে পারেন । আর চিকিৎসা একটি থেরাপি বা একাধিক থেরাপি সেশনের সমন্বয়ে হতে পারে ।
ফর্সা ত্বকে হাইপারপিগমেন্টেশনের কারণ ও সমাধান
সান ড্যামেজই হছে ফর্সা ত্বকের ব্যক্তিদের পাইপারপিগমেন্টেশনের প্রধানতম কারণ । বছরের পর বছর সূর্যের আলতে উন্মুক্ত থাকার ফলে ত্বকে স্পট যুক্ত হাইপারপিগমেন্টেশন দেখা দিতে পারে । এটি এমন একটি অবস্থা যখন পিগমেন্টেশনের উৎপাদন বৃদ্ধি পায় এবং এর ফলে ত্বক বেমানান রঙ অথবা বিবর্ণ রূপ ধারণ করে । রোগীর কমপ্লেক্সন এবং তার দীর্ঘকালীন সূর্যালোকে উন্মুক্ত থাকার ইতিহাস পর্যালোচনা করে সান ড্যামেজের ব্যাপ্তি পরিমাপ করা যায় । সান ড্যামেজের ফলে ফর্সা ত্বকে ঘটা পিগমেন্টেশনের সমস্যাগুলোর চিকিৎসাঃ

Unwanted Pigmentation



Unwanted pigmentation problems, like brown spots, dark patches or splotchy skin, have many causes and can occur in all skin types. In dermatology this condition is described as hyperpigmentation. Fortunately, dermatologists have investigated a variety of skin-lightening methods and have developed many promising treatments. Depending on the severity and extent of the pigmentation problem, a dermatologist can tailor a patient’s treatment based on his or her individual skin tone, and the treatment may include a single therapy or a combination of one to two therapies.

Causes and solutions of hyperpigmentation in light skinned individuals
For light skinned individuals the main cause of hyperpigmentation is sun damage. Years of sun exposure can result in spotted hyperpigmentation, a condition marked by increased pigment production that results in patchy skin color or a blotchy complexion. Depending on an individual’s complexion and his or her history of long term or intense sun exposure the extent of sun damage can be measured. To treat pigmentation problems due to sun damage in lighter-skinned individuals are recommended the following:

Friday 2 December 2016

অস্বাভাবিক অথবা অতিরিক্ত চুলের বৃদ্ধি

অস্বাভাবিক অথবা অতিরিক্ত চুলের বৃদ্ধি হচ্ছে এমন একটি অবস্থা যাকে চিকিৎসাশাস্ত্রের ভাষায় বলা হয় হেরসুটিসম । প্রত্যেক নারীরই মুখে এবং শরীরে চুল থাকে, কিন্তু তা সাধারণত খুবই মিহি এবং হালকা রঙের হয়ে থাকে । হেরসুটিসমকে সনাক্ত করা হয় মুখে এবং শরীরের বিভিন্ন অংশে চুলের অস্বাভাবিক বৃদ্ধির লক্ষণ দিয়ে । প্রাথমিকভাবে হেরসুটিসম শুধুমাত্র নারীদের মধ্যেই দেখা দেয়, কিন্তু মাঝে মাঝে পুরুষদের মধ্যেও অতিরিক্ত চুলের বৃদ্ধি দেখা দিতে পারে । শুরুর দিকে হেরসুট রোগীরা চিবুক অথবা বুকে কিছু ঘন চুলের উপস্থিতি লক্ষ্য করেন । অবশেষে তা সংখ্যায় আরও বৃদ্ধি পায় এবং  উপরের ঠোঁট, গাল, কুঁচকি, বুকের মাঝের অংশ এবং পেট আচ্ছাদিত করে ফেলে । এসব চুল ক্রমে ক্রমে আরও পুরু ও ঘন হয়ে যেতে পারে । হেরসুটিসম সংশ্লিষ্ট আরও বৈশিষ্ট্যগুলি হচ্ছে ব্রণ, ওজন বৃদ্ধি, ঋতুস্রাব চক্রে পরিবর্তন, গর্ভধারণে জটিলতা ইত্যাদি ।

অস্বাভাবিক অথবা অতিরিক্ত চুল বৃদ্ধির কারণঃ
নারী হরমোনের আধিপত্যের কারণে নারীদের চুলের বৃদ্ধি পুরুষের তুলনায় অনেকটাই আলাদা । শরীরে পুরুষ হরমোনের বৃদ্ধি নারী সুলভ বৈশিষ্ট্যসমূহ যেমন, ঋতুস্রাব চক্র এবং গর্ভধারণ ক্ষমতা হ্রাস ঘটায় । এর ফলে পুরুষালী বৈশিষ্ট্যসমূহ যেমন, হেরসুটিসম, ওজন বৃদ্ধি, ব্রণ এবং কদাচিৎ কর্কশ কণ্ঠ হতে পারে । নারীদের মধ্যে অ্যান্ড্রোজেন নামক পুরুষ হরমোন নিম্নলিখিত পরিস্থিতে বৃদ্ধি পেতে পারেঃ
·         পলিসিস্টিক ওভারিয়ান রোগঃ এইটি হচ্ছে হেরসুটিসমের সবচেয়ে সাধারণ কারণ । ডিম্বাশয় অনেক ছোট সিস্টের উপস্থিতি দ্বারা একে চিহ্নিত করা হয় ।
·         জন্মগত অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়াঃ টি একটি জন্মগত ব্যাধি যার কারণে হরমোন সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় হরমোনের ঘাটতি দেয় এবং মেয়ে শিশুর মধ্যে পুরুষ-মত বৈশিষ্ট্যসমূহ বিকশিত হয় । অবশ্য, এই গোলযোগের সূত্রপাত প্রাপ্তবয়স্কদের মধ্যেও ঘটতে পারে, এবং এর বহিঃপ্রকাশ শুধুমাত্র হেরসুটিসমের মাধ্যমে ঘটতে পারে ।
·         মেডিকেশনঃ মিনোক্সিডিল, ডায়াজোক্সাইড, কর্টিকস্টেরয়েড, ফেনাইটয়েনের মত ওষুধের কারণে অস্বাভাবিক অথবা অতিরিক্ত চুলের বৃদ্ধি দেখা দিতে পারে । যদিও এর কারণে পুরুষালী বৈশিষ্ট্যসমূহের বিকাশ হয় না ।
·         ইডিওপ্যাথিকঃ হেরসুটিজমের যে বিশেষ ক্ষেত্রে হরমোনের কোন পরিবর্তন দেখা দেয় না অথবা অনুসন্ধানে কোন অস্বাভাবিকতা দেখায় না তাকে ইডিওপ্যাথিক হিসেবে অবিহিত করা হয় । এই উপ-বিভাগ অ্যান্ড্রোজেনের স্বাভাবিক মাত্রার প্রতি অতি-সংবেদনশীলতা দেখায় ।
·         বিরল কারণসমুহঃ কিউজিং রোগ, অ্যাক্রোমেগালি, প্রোলাক্টিং ক্ষরণের পিটুটারি টিউমার, ওভারিয়ান টিউমার ইত্যাদি । টিউমারগুলো সাধারণত হেরসুটিসমের দ্রুত সুত্রপাতের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটায় পাশাপাশি ভিরিলাইজেশনের বৈশিষ্ট্যসমূহও প্রকাশ পায় ।
অস্বাভাবিক অথবা অতিরিক্ত চুল বৃদ্ধির চিকিৎসাঃ
বর্তমানে লেজার টেকনোলজির উন্নতির কারণে হেরসুটিসম আর কোন দুঃস্বপ্ন নয় । তবে শুধুমাত্র লেজারের উপর নির্ভর না করে নিজেকে একজন ডার্মাটলজিস্ট দ্বারা পরীক্ষা করিয়ে নেয়া উত্তম । অন্তর্নিহিত কারণ এর চিকিত্সা শুধুমাত্র নতুন পুরু ঘন চুল গঠন হ্রাসে সাহায্য করবে না বরং বিদ্যমান চুল বৃদ্ধি কমাতে সাহায্য করে । নিম্নলিখিত কারণসমূহের জন্য লেজার অধিক কার্যকরঃ 
·         লেজার চিকিৎসায় শুধুমাত্র চুলে লক্ষ্য করে হয় বলে পার্শ্ববর্তী ত্বকের ক্ষতি ন্যূনতম থাকে ।
·        এ চিকিৎসা ফর্সা বা গাঢ় সব রঙের গাত্র বর্ণের রোগীর জন্য কার্যকর
·        গাঢ় গাত্রবর্ণের রোগীদের জন্য বিশেষ লেজার রয়েছে যার কারণে লেজার এখন সবার জন্য উপলব্ধ পছন্দ হতে পারে অবশ্য, গাঢ় গাত্র বর্ণের রোগীর ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন প্রয়োজন । কারণ, চুলের পার্শ্ববর্তী ত্বকের মেলানিন লেজার শুষে নিতে পারে । যার ফলে কাল দাগ অথবা পিগমেন্টের ক্ষতি হতে পারে (ত্বকে সাদা দাগ) ।
·         গড়ে ছয় থেকে আটটি চিকিৎসা সেসনের মাধ্যমেই স্থায়ীভাবে চুল হ্রাসের ৮০ ভাগ উন্নতি সম্ভব ।
·         যদি কোন রোগী একটি চলমান চিকিৎসায় থাকা অবস্থায় থাকেন এবং সে অবস্থায় অতিরিক্ত চুলের চিকিৎসা করান তবে হমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়ার ঝুঁকি থাকে । এর ফলে মিহি চুল খুব দ্রুতই পুরু হয়ে যেতে পারে । এক্ষেত্রে, চুল হ্রাসের জন্য একটি অথবা দুটি রক্ষণাবেক্ষণ চিকিৎসা সেসনের প্রয়োজন হতে পারে ।
অস্বাভাবিক চুল বৃদ্ধি একটি অন্তর্নিহিত শারীরিক অবস্থার সংকেত হতে পারেতাই সঠিক রোগনির্ণয়ের জন্য একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত । সৌভাগ্যবশত, অতিরিক্ত চুলের সমস্যার বহু নিরাপদ এবং কার্যকর চিকিৎসা রয়েছে । তাই কারও এই অবস্থার সাথে বসবাস করার কোন কারণ নেই ।


Abnormal or excessive hair

Abnormal or excessive hair that grows on one’s body and face is the result of a medical condition called hirsutism. All women have facial and body hair, but the hair is usually very fine and light in color. Hirsutism is marked by abnormal hair growth on the face and other areas of the body. 

Hirsutism primarily occurs in women, but sometimes men can develop an increased growth of body hair, too. In the begininng hirsute patients might notice a few thick dark hairs on their chin or chest, eventually these strands of hair increase in number to cover the chin, upper lip, cheeks, groin and centre of chest & belly. The hair on limbs might also get thicker and denser. Acne, weight gain, changes in menstrual cycle, difficulty in conceiving is the other associated features.

The reasons behind getting abnormal or excessive hair growth
Due to the predominance of female hormones in their body the hair growth in a female is different from that of males. The increase in male hormones in the body of women leads to the decrease in feminine features like menstrual cycles and fertility. It may also cause increase in the masculine features namely hirsutism, weight gain, acne and rarely hoarse voice. Male hormones called androgen might increase in females in the following conditions:  
·         Polycystic ovarian disease (PCOD): This is the most common cause of getting hirsutism; characterised by the presence of many small cysts in the ovaries.
·         Congenital adrenal hyperplasia: This is a congenital disorder in which the enzyme required for hormone synthesis is deficient and male-like features develop in a girl child. However, the onset of this disorder can occur in adults, and it might present with Hirsutism as the only manifestation.
·         Medications: Like minoxidil, diazoxide, corticosteroid, phenytoin can cause increased hair growth but not necessarily in male like distribution.
·         Idiopathic: The cases of hirsutism that do not reveal any changes in the level of hormones or any abnormality on scans upon investigation are termed as Idiopathic. This sub-category has an end organ hyper-responsiveness to the normal levels of androgen.
·         Rare cause: These include Cushing disease, Acromegaly, Prolactin secreting pituitary tumours, ovarian tumours, etc. The tumours usually present themselves with the rapid onset of Hirsutism, with all other accompanying features of virilisation.

The treatment of unwanted hair or excessive hair growth

Hirsutism is no more a nightmare with the advent of LASER technology. However, it is better to get yourself investigated to rule out the cause of increased hair growth along with opting for LASERS. The treatment of the underlying cause would not only help in reducing the formation of new thick dark hair but also help in reducing the growth of existing hair. LASER is more effective for following reasons:
  • Damage to the surrounding skin remains minimal in LASER treatment by only targeting the hair.
  • This treatment works best for patients no matter with fair skin or dark.
  • There are now lasers specifically designed for darker skin, so laser hair removal could be an available option for every patient. However, the procedure needs to be done very carefully in darker-skinned patients, because the melanin in the surrounding skin could absorb the laser and cause dark spots, or a loss of pigment (white spots on the skin).
  • On average, six to eight treatments produce an 80 percent improvement in permanent hair reduction.
  • If a patient has an underlying medical condition and is treated for excess hair, there is a risk that the hormonal imbalance will convert fine hair to thicker hair over time. In this instance, one or two maintenance treatments may be needed to maintain the hair reduction.
Abnormal hair growth could signal an underlying medical condition, so that’s why it’s important to see a dermatologist for a proper diagnosis. Fortunately, there are a number of safe and effective treatment options for excess hair growth, so there is no reason that anyone should just live with this condition.


Saturday 26 November 2016



স্কিন ক্যান্সার হচ্ছে স্কিন সেলের অনিয়ন্ত্রিত এবং অস্বাভাবিক বৃদ্ধি যা স্কিন সেলের ডিএনএ ড্যামেজের কারণে হয়ে থাকে । সাধারণত সূর্যের অতি বেগুনী রশ্মি এবং ট্যানিং বেডের কারণে ডিএনএ ড্যামেজ হয় । যার ফলে মিউটেশন বা দেখা দেয় এবং স্কিন সেল দ্রুত বৃদ্ধি পাওয়া শুরু করে এবং মলিগ্নান্ট টিউমার গঠন করে । প্রধানত যে তিনটি বিশেষ ধরণের স্কিন ক্যান্সার বেশি হয়ে থাকে তারা হলো বাসেল সেল কারসিনোমা, স্কোয়েমাস সেল কারসিনোমা এবং মেলানোমা । এদের প্রত্যেকের নামকরণ করা হয়েছে যে বিশেষ সেল থেকে উ
পত্তি নেয় তার উপর ভিত্তি করে ।

সাধারণ কারণ সমূহ
·         ফর্সা ত্বক
·         সূর্যকরোজ্জ্বল অথবা উচ্চতাসম্পন্ন জলবায়ু
·         বহু অস্বাভাবিক তিল
·         প্রাক-ক্যান্সার লেসিওনের উপস্থিতি
·         বিকিরণে আক্রান্ত হওয়া অথবা বিশেষ কিছু পদার্থ- যেমন আর্সেনিক
·         বংশগতি
·         দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা

বাসেল সেল কারসিনোমা
স্কিন ক্যান্সারের ভিতরে এটি সবচেয়ে বেশি হতে দেখা যায় । সৌভাগ্যবশত এটি খুব বিপদজনক নয় । কিন্তু অবশ্যই চিকিসা নিতে হয় । না হয় এটি বৃদ্ধি পেতে থাকে, পার্শ্ববর্তী স্কিন টিস্যুকে আক্রান্ত করে এবং ধ্বংস করে ফেলে । সূর্যের অতিবেগুনী রশ্মিই এর মূল কারণ । ঘন ঘন সান বার্ন এবং শৈশবে তীব্র সূর্যের আলোয় বেশি থাকলে প্রাপ্ত বয়সে বাসেল সেল স্কিন ক্যান্সার হতে পারে ।

স্কোয়েমাস সেল স্কিন ক্যান্সার
এর চিকিসা যত দ্রুত সম্ভব শুরু করতে হয় কারণ ক্যান্সার লেসিওন পার্শ্ববর্তী স্কিন টিস্যু ক্ষতি করে আকৃতিতে বড় হতে থাকে এবং শরীরের অন্যত্রও ছড়িয়ে পরতে পারে । ঘন ঘন সূর্যের আলোয় উন্মুক্ত থাকলে এ রোগ হওয়ার সম্ভাবনা জাগে । যদিও যাদের রোগ প্রতিরোধ ব্যাবস্থা অবদমিত অবস্থায় আছে তারা বেশি ঝুঁকিতে থাকেন । 

মালিগ্নান্ট মেলানোমা
মালিগ্নান্ট মেলানোমা কম সাধারণ হলেও খুব বিপদজনক স্কিন ক্যান্সার । প্রাথমিক অবস্থায় ধরা পরলে মেলানোমার নিরাময় হার অন্য সব ক্যান্সারের চেয়ে বেশি । শতকরা প্রায় ৯০ ভাগ । কিন্তু, যদি চিকিসা না শুরু করা হয় তবে মেলানোমা স্কিনে ছড়িয়ে পরবে । যখন এটা রক্তে অথবা লসিকানালী সিস্টেমে ছড়িয়ে পরে তখন এর পক্ষে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পরা সহজ হয়ে যায় এবং প্রায়শই মৃত্যুর কারণ হয় ।
সূর্যের অতিবেগুনী রশ্মিতে উন্মুক্ত থাকা এবং সান বেড মেলানোমা হওয়ার প্রধান দুটি কারণ । আর উভয়কেই খুব সহজে প্রতিরোধ করা যায় । বিশেষজ্ঞদের মতে ৯০ ভাগ মেলানোমার কারণ হচ্ছে জীবনকাল জুড়ে  সান বার্ন এবং অতিবেগুনী রশ্মিতে উন্মুক্ত অবস্থায় থাকা ।

আক্টিনিক কেরাটোসেস
প্রকৃতপক্ষে আক্টিনিক কেরাটোসেস কোন  স্কিন ক্যান্সার নয় । তবু এসব লেসিওনের চিকিসা করা প্রয়োজন । নতুবা পরবর্তীতে এরা স্কোয়ামাস সেল স্কিন ক্যান্সারে রূপ নিতে পারে ।
বহু বছর ধরে সূর্যে আলতে উন্মুক্ত থাকলে চামড়ার স্বাভাবিক কোষ বিভাজন ক্ষতিগ্রস্ত হয় । এর ফলে চামড়ার উপরের স্তর আক্রান্ত হয় । যাকে এপিডার্মিস বলে । সূর্য চামড়ার ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে ফেলে এবং এরকম অস্বাভাবিক বৃদ্ধির দিকে পরিচালিত করে ।

প্রতিরোধ
সূর্যের আলোতে উন্মুক্ত অবস্থায় থাকা পরিহার করতে হবে । এছাড়া অন্যান্য প্রতিরোধ ব্যাবস্থা হচ্ছেঃ
·         সান প্রোটেকশন ফ্যাক্টর (এসপিএফ) ৩০ বা তার অধিক সান স্ক্রিন ব্যবহার করতে হবে ।
·         বিশেষ করে সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যবর্তী সময়টাতে যখন সূর্য প্রখর থাকে তখন তখন ছায়ায় থাকুন ।
·         রক্ষাকারী কাপড় পড়ুন যেমন, ফুল হাতা সার্ট, প্যান্ট এবং সানগ্লাসেস ।
·         ট্যানিগ বেড এড়িয়ে চলুন ।

দিন দিন পৃথিবীতে স্কিন ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে । তবে সৌভাগ্যক্রমে আমাদের কাছে এ রোগের চিকিসা রয়েছে এবং তা দিন দিন উন্নতি লাভ করছে । আর এমন ধরণের ক্যান্সার খুব সহজেই প্রতিরোধমূলক ব্যাবস্থা নেয়ার মাধ্যমে এড়ানো সম্ভব । ডার্মাটোলজিস্টের সাথে কথা বলে স্কিন ক্যান্সারের চিকিসা নির্ধারণ করা উচিত । এর চিকিসায় মূলত সার্জারি এবং রেডিয়েশন বেছে নেয়া হয়।

Skin Cancer causes and prevention


Skin cancer is a wild and abnormal skin cell growth which may happen due to unrepaired DNA damage to the skin cells. Most often this DNA damage happens by the exposure of ultraviolet radiation from sun shine or tanning beds. This triggers mutation or genetic defects and lead the skin cells to multiply rapidly and form malignant tumors. And the three most frequently detected skin cancers are basal cell carcinoma, squamous cell carcinoma, and melanoma, each of which named after the type of skin cell from which it arises.

Common Causes
·         Fair skin.
·         Sunny or high-altitude climates.
·         Many or abnormal moles.
·         Precancerous skin lesions.
·         Exposure to radiation or certain substances, such as arsenic. 
·         A weakened immune system, such as people with HIV or AIDS, or people taking immunosuppressant drugs following an organ transplant.

Saturday 19 November 2016

ত্বকের জত্নে পানির গুরুত্ব


বছরের এ সময় বাতাস শুষ্ক হয়ে যায় । সব কিছুই শুষ্ক হতে শুরু করে । ত্বক শুষ্ক হতে থাকে এবং খসখসে হয়ে যায় । কিন্তু পানি এর সমাধানে এবং ত্বক সংক্রান্ত অন্যান্য সমস্যা সমাধানে বেশ কার্যকরী ভূমিকা রাখতে পারে । পর্যাপ্ত পরিমাণ পানি পান ও ব্যবহার সুস্বাস্থ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ । কারণ পানি হজম, রক্ত সঞ্চালন, শোষণ, এমনকি রেচনে সাহায্য করে । কিন্তু অনেকের মনেই প্রশ্ন থাকে যে বেশি পরিমাণে পানি পান ত্বকের সুস্বাস্থ্য নিশ্চিত করে পারে কি না? এমন অনেক দাবি রয়েছে যে পানি পানের ফলে ত্বক উজ্জ্বল, স্বাস্থ্যবান, তারুণ্যদীপ্ত হয় । অপরদিকে এমন দাবিও আছে যে ত্বকের উপর এর কোন প্রভাবই নেই ।

প্রকৃত অর্থে ত্বক হচ্ছে একটি অঙ্গ এবং শরীরের অন্যসব অংশের মত এটিও কোষ দিয়ে তৈরি । আর শরীরের অন্য সব কোষের মতই ত্বক কোষ পানি দিয়েই তৈরি। ফলে ত্বক বা অনন্য কোন অঙ্গ পর্যাপ্ত পরিমাণ পানি ছাড়া  ঠিক ভাবে কাজ করতে পারে না ।
যদি আপনার ত্বকে পর্যাপ্ত পরিমাণ পানির সরবরাহ না থাকে, তবে তা শুকিয়ে যাবে । এর ফলে আপনার ত্বক ক্ষয়িষ্ণু হয়ে যাবে এবং টানটান ভাব দেখা দেবে । শুষ্ক ত্বকের স্থিতিস্থাপকতা কম হওয়ায় ভঙ্গুর হয় এবং তাতে করে বলি রেখা পড়ার প্রবণতা বাড়ে । তাছাড়া ত্বকে তেলের তুলনায় পানি কমে গিয়ে ত্বকের উপর ভারী তেলের প্রলেপ পরলে ব্রণের ব্রেকআউট হয় । এখেত্রে পানির ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।

Wednesday 16 November 2016

The importance of water for your skin


At this time of year the air is dry. Everything seems dry. Your face flakes off in whole pieces, your arms are ashy. But water can play a vital role to fight against this situation and to solve other skin problems as well. Consumption of a sufficient amount of water daily is important for overall good health because water helps in digestion, circulation, absorption and even excretion. But many people ask about whether drinking large amounts of water can help to ensure proper skin health? Claims have been made that drinking water gives you a radiant, healthy, younger- looking complexion, while others say it has no effect on skin's appearance whatsoever.

The fact is that skin is an organ, and just like any other part of the body your skin is made up of cells. And skin cells, like any other cell in the body, are made up of water. So the organs will certainly not function properly without water.

If your skin is not getting the sufficient amount of water, the lack of hydration will present itself by turning your skin dry, tight and flaky. Dry skin has less resilience and is more prone to wrinkling. Water may also fend off breakouts by decreasing the concentration of oil on your skin. It is critical to have a stable balance of water to oil on the surface of skin. If the skin is too heavily covered in oil relative to water, this can lead to clogged pores with acne breakouts and blemishes.

Tuesday 8 November 2016

বাংলাদেশীদের ত্বকের ধরণ



দক্ষিণ এশিয়ার বাকি সবার মতই বাংলাদেশীদের ত্বকর ধরণ হয়ে থাকে । তবে বাংলাদেশীদের ব্যাপারে ডার্মাটোলজিস্টদের কিছু গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ইতিহাসের কথা মাথা রাখতে হয় । বাংলাদেশের রয়েছে হাজার বছরের সাংস্কৃতিক ইতিহাস, মূল আদিবাসী ছাড়াও বিভিন্ন জাতির মানুষ এসেছে এ দেশে । এক্ষেত্রে পার্সিয়া, আরব দেশ সমূহ, গ্রীস এবং পরবর্তীতে ইউরপিয়ান কলোনির প্রভাব এখানে দেখা যায় ।
এটা কোন ব্যাপার না যে আমরা এসিয়ান, আফ্রিকান, নেটিভ আমেরিকান বা ল্যাটিন বংশোদ্ভূত, আমাদের মধ্যে অন্তত দুটি ব্যাপার খুবি সাধারণ । প্রথমত, আমাদের চমৎকার বাদামী ত্বক । দ্বিতীয়ত, অত্যাধুনিক জেনেটিক পরীক্ষার দ্বারা আবিষ্কৃত, যে আমরা সবাই আফ্রিকার এক নারী ও পুরুষ থেকে সম্ভূত । এরাই সম্ভবত জ্ঞাত মানুষ যারা খুব সম্ভবত বাদামী ত্বকের অধিকারী ছিলেন, যারা আফ্রিকান মহাদেশ (সুদান, ইথিওপিয়া, মালি) জুড়ে ভ্রমণ করে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং জাপান মধ্যে অভিবাসিত হন, তারপর অস্ট্রেলিয়া, নিউগিনি, এবং মধ্য এশিয়া পরে ইউরোপ এবং আমেরিকা মধ্যে ছড়িয়ে পড়েন ।

বাংলাদেশি জনসংখ্যার উৎপত্তি এবং ত্বকের রঙ পরিপ্রেক্ষিতে খুব বৈচিত্র্যময় এবং ত্বকর রঙ গাঢ় বাদামী  থেকে হালকা বাদামী হয়ে থাকে । তবে কেন সবার বাদামী ত্বক হয় না? নৃবিজ্ঞানীদের মতে এ ধনের বৈচিত্র দেখা দিয়েছে প্রাকৃতিক নির্বাচনের ফলে, যা কিনা দেখা দিয়েছে প্রাথমিক মানুষের নির্দিষ্ট পরিবেশে অভিবাসনের পর পরিবেশের সাথে মানিয়ে নেয়ার প্রবণতা থেকে । উদাহারণসরূপ, গাঢ়  পিগমেন্টের বাদামী ত্বকের রঙ দেখা যায় মেলানিন নামক একটি পিগমেন্টের উপস্থিতির কারণে । একটি সূর্যের অতিবেগুনী রশ্মির হাত থেকে রক্ষা করে । উচ্চ মেলানিন দেয় উন্নত ফটোপ্রোটেকশন এবং ফটোড্যামজের হাত থেকেও বাঁচায় । আর মেলানিন সমৃদ্ধ ত্বকের অধিকারীদের ত্বকে বয়সের লক্ষণ ধীরে প্রকাশ প্রায় ।

Bangladeshi skin type



People from Bangladesh are quite same as any other countries from South Asia. But there are important cultural factors about Bangladeshis for dermatologists to recognize.  Bangladesh has thousands of years of culture, with so many different ethnicity who have come to that country, ranging from the original indigenous people. Then there was invasion of people from Persia, Arabic countries, Greece and European influences in the colonial era.

It doesn’t matter whether we are of Asian, African, Native American and Latin descent; each of us has at least two things in common. The first is our beautiful brown skin. The second, discovered by sophisticated genetic testing, is that we all originated from one man and one woman in Africa. These first known people, who presumably had brown skin, migrated across the African continent (Sudan, Ethiopia, Mali), traveled into Southeast Asia and Japan, then on to Australia, New Guinea, and central Asia, and later into Europe and the Americas.

The Bangladeshi population is very diverse in terms of origin and skin hue and has light brown to dark brown skin. Why doesn’t everyone have brown skin? Anthropologists believe racial variations developed because of natural selection, enabling early humans to adapt to the particular environment to which they migrated. For example, darkly-pigmented brown skin color is due primarily to the presence of a pigment called melanin. This is most likely help to protect from the burning ultraviolet (UV) light rays.  High melanin content confers better photoprotection, photodamage. And melanin-rich skin helps a bit to protect from early signs of aging too.  People living north of the equator developed pale or white skin to ensure absorption of UV rays that promote vitamin D formation in the skin. Many individuals with brown skin have ancestors that lived near the equator.

Tuesday 1 November 2016

প্রাপ্ত বয়স্ক ব্রণঃ কারণ ও সমাধান



প্রাপ্ত বয়স্ক ব্রণঃ কারণ ও সমাধান
ব্রণ হচ্ছে মুখের, বুকের এবং পিঠের হেয়ার ফলিকলের এমন একটি স্কিন কন্ডিশন যা সাধারণত বয়ঃসন্ধিকালে দেখা যায় । যদিও কোন কোন কিশোর/কিশোরী এ অবস্থা উৎরে যায় তবু এটি মোটেও অস্বাভাবিক নয় যে কেউ কেউ তার ২০-৩০ বছর বয়েসে এমনকি ৫০ বছর বয়েসেও ব্রণের সমস্যায় ভুগতে পারেন ।
চামড়ায় ব্রণের দেখা পাওয়া যায়ঃ
  • অকলুডেড পোরস, ব্ল্যাকহেড অথবা হোয়াইটহেড নামে পরিচিত
  • রেড বাম্পস, পিম্পল নামে পরিচিত
  • ফুসকুড়ি (পুঁজ থাকে)
  • সিস্ট (গভীর ব্রণ, ফোঁড়া)

ব্রণের কারণ
প্রকৃতপক্ষে ব্রণের একক কোন কারণ নেই । বেশিরভাগ সময় যখন হেয়ার ফলিকলের সাথে যুক্ত সিবেসাস (অয়েল) গ্লান্ড স্টিমুলেট হয় তখন ব্রণের উৎপত্তি হয়ে থাকে । এটি বয়ঃসন্ধিকালে অথবা হরমোনাল পরিবর্তনের কারণে হয়ে থাকে । সিবিয়াম (অয়েল) একটি প্রাকৃতিক পদার্থ যা ত্বককে পিচ্ছিল রাখে এবং রক্ষা করে । তেল নিঃসরণের বৃদ্ধির ফলে স্কিন সেল এমন ভাবে পরিণত হয় যাতে ফলিকুলার পোর বন্ধ হয়ে যায় । এর ফলে হোয়াইটহেড দেখা দিতে পারে যা একটু পুরু চামড়ার আস্তরণ দিয়ে ঢাকা থাকে, আর গাড় অংশ হিসেবে ব্ল্যাকহেড দেখা দিতে পারে । এভাবে বন্ধ হয়ে যাওয়া হেয়ার ফলিকল ধীরে ধীরে বড় হয় এবং ফুলে উঠে । ফলিকল ফুলে যাওয়ার কারণে দেয়াল ফেটে যায়, যার ফলে বিরক্তিকর পদার্থ এবং সাধারণ স্কিন ব্যাকটেরিয়া চামড়ার গভীরে প্রবেশ করতে পারে । শেষ পর্যন্ত প্রদাহ তৈরি হয় । চামড়ার পৃষ্ঠের কাছে প্রদাহ হলে ফুসকুড়ি তৈরি হয়, গভীর প্রদাহের ফলে পিম্পল, আর প্রদাহ যদি আরও গভীর হয় তবে সিস্ট তৈরি হয় ।
হরমোনাল পরিবর্তনের আরেকটি কারণ হচ্ছে মানসিক চাপ । মানসিক চাপের ফলে অ্যাড্রেনাল গ্ল্যান্ড করটিসল নিঃসরণ করে যাতে শরীর চাপের সাথে মোকাবিলা করতে পারে । কিন্তু এর সাথে সাথে সামান্য পরিমাণে টেস্টোসটেরন নিঃসরিত হয়, যা তেল গ্রন্থিগুলো থেকে অধিক পরিমাণে নিঃসরণ ঘটায় । এটি হচ্ছে ব্রেকআউটের মূল কারণ । তাছাড়া বায়ু দূষণ প্রভাবক হিসেবে কাজ করে । বিশেষ কিছু খাবার প্রভাব ফেলতেও পারে । কিন্তু নির্ভরযোগ্য প্রমাণ এখন পাওয়া যায় নি । ভাজাপোড়া, জাঙ্ক ফুড এবং তৈলাক্ত খাবার স্বাস্থ্যের জন্য ভাল নয় তবে এরা ব্রণ তৈরি করে না বা ব্রণের অবস্থা আরও খারাপ করায় না । যদিও সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে যে উচ্চ মাত্রার কার্বহাইড্রেট, দুধ এবং বিশুদ্ধ চকলেট ব্রণের অবস্থার অবনতি ঘটায় । তবে এই গবেষণাগুলো এখনও পুরোপুরি প্রমাণিত নয়

Monday 31 October 2016

Adult Acne: Causes and Solutions


Adult Acne: Causes and Solutions

Acne is a skin condition of the hair follicles of the face, chest and back that affect most of the teenagers during their puberty. While some teenagers are lucky enough to outgrow acne, it’s not unusual for some to develop acne in their mid to late 20s, 30s or even up to 50s.
Acne occurs on the skin as
  • Occluded pores ("comedones"), also known as blackheads or whiteheads,
  • Tender red bumps also known as pimples or zits,
  • Pustules (bumps containing pus), and occasionally as
  • Cysts (deep pimples, boils).

What causes acne?

There is no one specific causes of acne. Mostly acne occurs sebaceous (oil) glands attached to the hair follicles are stimulated. This can happen at the time of puberty or due to other hormonal changes. Sebum (oil) is a natural substance that lubricates and protects the skin. Increased oil production is a change in the manner in which matures skin cell, predisposes them to plug the follicular pore. The plug can appear as a whitehead if it is covered by a thin layer of skin, or if exposed to the air, the darker exposed portion of the plug is called a "blackhead." The plugged hair follicle gradually enlarges, producing a bump. As the follicle enlarges, the wall may rupture, allowing irritating substances and normal skin bacteria access into the deeper layers of the skin, ultimately producing inflammation. Inflammation near the skin's surface produces a pustule; deeper inflammation results in a papule (pimple); if the inflammation is deeper still, it forms a cyst.

Sunday 30 October 2016

লেজার কতটা নিরাপদ



লেজার কতটা নিরাপদ



বর্তমান সময়ে অনেকেই বিভিন্ন ডার্মাটোলজিক্যাল সমস্যার সমাধানে প্রথাগত সার্জারির পরিবর্তে লেজার ব্যবহারে আগ্রহ প্রকাশ করছেন । কিন্তু তারা পার্শ্বপ্রতিক্রিয়ার চিন্তায় ভীত হয়ে পড়েন এবং অনেকেই ভাবেন যে লেজার ব্যবহারের ফলে স্কিন ক্যান্সার হতে পারে । এখন মানুষ সান ড্যামেজ, মুখের বলিরেখা, অযাচিত চুল, ট্যাটু, দাগ, ব্রণ অপসারণে লেজার ব্যবহার করে থাকেন ।
সান ড্যামেজের চিকিৎসায় লেজার খুব কার্যকরী । লেজার বিশেষভাবে চামড়ার নির্দিষ্ট বিন্দুতে লক্ষ্য করে । চামড়ার ব্রাউন স্পট দূর করতে সাধারণত পিগমেন্ট স্পেসিফিক লেজার (কিউএস রুবি, কিউএস এনডি-ওয়াইএজি এবং কিউএস আলেক্সানড্রাইট) ব্যবহার করা হয় । এসব লেজার লাইটের শক্তি চামড়ার সমতলে কাজ করে । এরা কখনই কোন রকমের ডিএনএ ড্যামেজ ঘটায় না এবং ডিএনএ মিউটেশনের কারণ হয়ে দাঁড়ায় না । তাই লেজার চিকিৎসায় স্কিন ক্যান্সারের কোন সম্ভাবনাই থাকে না ।
মুখের বলিরেখা দূরীকরণেও লেজার খুব কার্যকর । এর চিকিৎসায় ব্যবহৃত লেজারগুলো অ্যাবিলিটিভ
(এটি চামড়ার উপরের লেয়ারকে বাষ্পীভূত করে-যেমন, কার্বন ডাই অক্সাইড অথবা এরিবিয়াম লেজার) অথবা ননঅ্যাবিলিটিভ লেজার ( যা একটি রিসারফেসিং লেজার যা চামড়া না ছাড়িয়েই বলিরেখা দূর করে) । মুখের বলিরেখা দূর করতে বহু দশক ধরে লেজার ব্যবহার হয়ে আসছে এবং এখন পর্যন্ত লেজার ব্যবহারের সাথে স্কিন ক্যান্সারের কোন যোগাযোগ পাওয়া যায় নি ।
অযাচিত চুল অপসারণে তীব্র আলোর বিম ব্যবহার করে হয় এবং এই প্রক্রিয়াটিকে বলা হয় ফটোথার্মলাইসিস । লেজারের তাপ পিগমেন্ট অথবা চুলের মূলের মেলানিন দ্বারা শোষিত হয় যার ফলে ফলিসাইল ড্যামেজ হয় এবং পরবর্তীতে চুলের বিকাশ বন্ধ হয় । মেলানিন যত বেশি অর্থাৎ চুল যত কালো হয় তত বেশি আলো শোষিত হয় এবং তত বেশি চুল অপসারণ কার্যকর হয় । সাধারণত, সাদা চুল বা ধূসর চুলের ক্ষেত্রে লেজার হেয়ার রিমুভাল খুব বেশি কার্যকর হয় না কারণ আলো শোষণ করবার মত অল্প মেলালিন সেখানে উপস্থিত থাকে । অসংখ্য মানুষ লেজার হেয়ার রিমুভাল ট্রিটমেন্ট গ্রহণ করেছেন । যদিও কারও কারও ক্ষেত্রে অস্থায়ী ফোসকা, ইনফেকশন অথবা চামড়ার রঙ পরিবর্তন হওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় । যা কিনা উপযুক্ত চিকিৎসার মাধ্যমে অল্প দিনের মধ্যেই সেরে উঠে । কিন্তু কখনই এর ফলে কোন ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না ।

Laser is safe



Laser is safe




There are a lot of people who are opting for laser treatment instead of traditional surgery. But they are afraid of the side effects and many think that it would cause skin cancer in long term.
In recent days people are more interested in using lasers to treat sun damage, wrinkles, remove unwanted hairs, tattoos, scars, acne etc. Laser can work wonderfully to reverse sun damage and improve the appeared of mottled, rough, leathery looking skin. Lasers specifically targets particular spots of the skin. Pigment specific laser (QS ruby, QS Nd-YAG and QS alexandrite) remove brown spots.  A vascular specific laser such as Pulse Dye Laser (PDL) is used to treat broken blood vessels.  The light energy from these lasers actually remains superficially; it remains at the level of the skin. These lasers don’t cause DNA damage and they don’t cause DNA mutations. So that no chance of skin cancer due to laser treatment.

Lasers are very effective in treating wrinkles. These lasers can be ablative (it vaporizes the upper layer of the skin), such as CO2 or Erbium laser. Or it can be noablative, which is a resurfacing laser which eliminates wrinkles without any peeling of skin). Laser wrinkle has been performed for decades. There is no known link between laser hair removal and cancer of any type.

Sunday 23 October 2016

ডারমাটোলজিতে লেজারের ব্যবহার


ডারমাটোলজিতে লেজারের ব্যবহার



লেজারের বৈশিষ্ট্যগত দিক থকে খুবই ক্ষুদ্রাকৃতির আলোর বিম তৈরি করে এবং সে আকৃতি ও দিক বজায় রাখতে পারে । তাই এ তীক্ষ্ণ আলোর ফোকাসের কারণে লেজারের রয়েছে বহুমাত্রিক ব্যবহার বর্তমান সময়ে লেজারের ব্যবহার দেখা যায় কম্পিউটার ডিভাইস, জ্যোতির্বিদ্যা এবং যোগাযোগ ক্ষেত্র, চিকিৎসাশাস্ত্র, সার্জারি, রবোটিক্স, কাটিং ইন্ডাস্ট্রিসহ প্রায় সকল বৈজ্ঞানিক ক্ষেত্রে লেজার টেকনোলজির ব্যবহার এবং লেজার ডিভাইসের  অবস্থান লক্ষ্য করা যায় । চিকিৎসাশাস্ত্রে সার্জিকাল অপারেশনে লেজার ব্যবহার হয়ে আসছে ।
স্কিন লেজার সার্জারিতে ব্যবহারযোগ্য বেশ কিছু ধরণের লেজার রয়েছে । কার্বন ডাই অক্সাইড এবং আর্গনের কন্টিনিউয়াস ওয়েভ লেজারের মত পূর্বতন লেজার টেকনোলজিগুলো বহুলাংশে প্রতিস্থাপিত হয়ে গেছে কোয়াসি-কন্টিনিউয়াস লেজার এবং পালসড লেজার সিস্টেমের মাধ্যমে ।
লেজার লাইটের তরঙ্গদৈর্ঘ্যের পিক, পালস সময়কাল এবং লক্ষ্য টিস্যু কিভাবে লেজার শোষণ করবে তার মাধ্যমেই বিভিন্ন ধরণের লেজারের চিকিৎসাগত প্রয়োগ নির্ধারিত হয় ।

Thursday 20 October 2016

Use of laser in dermatology

Use of laser in dermatology

The laser produces a light beam which is very small sized and because of its physical character it maintains the size and direction. So this phenomenon of sharply focused beam of coherent light makes it suitable for a wide range of applications. Among various application fields, in almost any of the scientific arena you may observe laser technology applications and devices. In recent days laser are being used in computer devices such as laser mouse, laser presentation, CD ROMs and DVD ROMs, astronomy and communication applications, medicine, surgery and health, cutting matters in metallurgy industry and related industries, robotics: especially in image processing and calculating distances, toys etc. In medical science, they have been used in surgical operations.